বাংলারজমিন
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া, গ্রেপ্তার ৫
স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে
(৯ ঘন্টা আগে) ২৬ এপ্রিল ২০২৫, শনিবার, ৭:৪০ অপরাহ্ন

কুমিল্লা নগরে প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়ার ঘটনায় কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকালে এই অস্ত্রের মহড়ার ঘটনা ঘটে। এ সময় কুমিল্লা নগর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মহড়ায় অস্ত্র হাতে মিছিল ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। গ্রেপ্তারকৃতরা হলেন- কুমিল্লা নগরের বাগিচাগাঁও এলাাকার সোহাগ মিয়ার ছেলে রেজাউল করিম নাফিজ (১৮), কালিয়াজুরী পাক্কার মাথা এলাকার মো. সেলিমের ছেলে মো. সিফাত (১৬), মো. অলিউল্লা’র ছেলে আরমান ইসলাম রাজিম (১৭), উত্তর চর্থা এলাকার মোস্তফা মিয়ার ছেলে রাকিব হোসেন (১৬), টিক্কাচর এলাকার মো. ইয়াসিনের ছেলে মেহেদী হাসান (২৪)।
কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, আমরা অভিযান অব্যাহত রেখেছি। মহড়া দিয়ে তারা ছড়িয়ে ছিটিয়ে গা-ঢাকা দিয়েছে। তথ্য প্রযুক্তির সাহায্যে তাদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান আছে। যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে শুক্রবার বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত নগরীর রাণী দীঘিরপাড়, তালপুকুরপাড়, আদালতপাড়া এলাকায় কিশোর গ্যাংয়ের এসব মহড়া হয়। বিকালে কুমিল্লা বিশ^বিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ^বিদ্যালয় ছাড়াও শহরের আরও ২০টি উপকেন্দ্রে ভর্তি পরীক্ষা চলছিল। রাণীর দীঘিরপাড়ে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শাখায়ও ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে দীঘির দক্ষিণপাড়ে দুই থেকে তিনশ’ কিশোর হাতে দেশীয় অস্ত্র নিয়ে এদিক-ওদিক ছোটাছুটি করে। তাদের মধ্যে সামনে নেতৃত্ব দেয় আরও ১৫-২০টি মোটরসাইকেল। ওই মোটরসাইকেলগুলো বিকট আওয়াজে সড়ক প্রদক্ষিণ করে। মহড়ার সময় রাণীর দীঘিরপাড়ে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। এ সময় ভিক্টোরিয়া কলেজের বাইরে রাণীর দীঘিরপাড়ে অপেক্ষমাণ বিভিন্ন জেলা থেকে সন্তানদের নিয়ে আসা অভিভাবকরা আতঙ্কিত হয়ে পড়েন।