বাংলারজমিন
শিক্ষা ও গবেষণায় শীর্ষস'ানে নিতে কাজ করছি: ডুয়েট ভিসি
স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে
২৭ এপ্রিল ২০২৫, রবিবারগাজীপুরে অবসি'ত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেছেন, দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে কোলাবোরেশনসহ নানা কার্যক্রমের মাধ্যমে শিক্ষা, গবেষণার উৎকর্ষতায় ডুয়েটকে দেশের শীর্ষস'ানীয় অবস'ানে নিয়ে যেতে আমরা কাজ করছি। আমি আশা করি, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলেই পরিবেশবান্ধব, টেকসই এবং দীর্ঘমেয়াদে অর্থনৈতিকভাবে লাভজনক বিষয়গুলোতে গবেষণায় আগ্রহী হয়ে এই বিশ্ববিদ্যালয় ও দেশকে এগিয়ে নিয়ে যাবে। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে সোলার ফটোভোলটাইক প্রযুক্তি একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে আত্মপ্রকাশ করেছে। এ খাতে রয়েছে ব্যাপক সম্ভাবনা এবং অসংখ্য কর্মসংস'ানের সুযোগ। আমাদের শিক্ষার্থীদের জন্য এই উজ্জ্বল ভবিষ্যতের দ্বার খুলে দিতে পারে। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত এ ‘পোটেনশিয়াল ইঞ্জিনিয়ারিং জব এন্ড রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট স্কোপস ইন সোলার ফটোভোলটাইক এনার্জি টেকনোলজি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেছেন। বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের উদ্যোগে ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর সহযোগিতায় আয়োজিত এ সেমিনারে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মো. শরাফত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। অনুষ্ঠানে আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান। ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ জাকির হোসেন, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. নওশেদ আমিন বক্তব্য রাখেন।