বাংলারজমিন
আওয়ামী লীগ একটি ভারতের গোলামী করা দল: ভিপি নূর
পঞ্চগড় প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২৫, রবিবারগণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূর বলেছেন, আওয়ামী লীগ একটি ভারতের গোলামী করা দল। এ দেশের জনগণ ও ছাত্র জনতা জুলাইয়ের গণঅভ্যুত্থানে শুধুমাত্র আওয়ামী ফ্যাসিবাদের পতন ঘটোয়নি। এ দেশে ভারতীয় আগ্রাসনসহ আধিপত্যবাদকেও উচ্ছেদ করেছে। কাজেই এইখানে আমাদের অবস'ান পরিস্কার ২৪ এর গণঅভ্যুত্থান পরবর্তি বাংলাদেশে আওয়ামী লীগের ঠিকানা হবেনা। তাদের আর রাজনীতি করতে দেয়া হবে না। গতকাল দুপুরে পঞ্চগড় চৌরঙ্গী মোড়ের মুক্ত মঞ্চে গণ অধিকার পরিষদ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
নূর বলেন, পৃথিবীর ইতিহাসে এ ধরনের জঘন্য ও বর্বরতার পরে রাজনৈতিক দল রাজনীতি করতে পারে নাই। আওয়ামী লীগের সঙ্গে আমাদের কোনো আপোষ হবেনা। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে ৭১ এর মুক্তি যুদ্ধ থেকে শুরু করে ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, ২০২৪ এর গণঅভ্যুত্থান যত আন্দোলন সংগ্রাম হয়েছে প্রত্যেক আন্দোলন সংগ্রামে সাধারণ শ্রমিক কৃষক জনতা লড়াই সংগ্রাম করেছে। কিন' তার ফল ভোগ করেছে এই দেশের ভাওতাবাজ ভন্ড রাজনীতিবিদ উঁচুতলার মানুষরা। তাই আমরা বলতে চাই ভন্ড রাজনীতিবীদদের পেছনে ঘুরে দেশে সমাজের ক্ষতি করা যাবেনা। রাজনৈতিক দলগুলোর চরিত্র আওয়ামী লীগের মতো হয় তাহলে জনগণ কিন' ভোটের মাঠে তার জবাব দেবে।
ভিপি নূর বলেন, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমরা চাই ভারতের সাথে আমাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে, একটা নায্যতার সম্পর্ক হবে। গোলামীর সম্পর্ক হবেনা। গত ১৬ বছরে আমারদেশের মানুষ সীমান্তে ভারতের গুলিতে মরে আওয়ামী লীগ কোনো প্রতিবাদ করে নাই। নরেন্দ্র মোদী সরকারের মন্ত্রীরা নির্লজ্জ বেহায়ার মতো বলেছে বাংলাদেশের সঙ্গে আমাদের স্বামী স্ত্রীর মতো সম্পর্ক। এই নির্লজ্জ বেহায়রা জনগণের প্রতিরোধের মুখে বাংলাদেশ থেকে পালিয়ে এখন ভারতে আশ্রয় গ্রহণ করেছে। গণ অধিকার পরিষদ পঞ্চগড় জেলার আহ্বায়ক মাহফুজার রহমানের সভাপতিত্বে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান নুর আসাদ, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য হানিফ খান সজিব, গণঅধিকার পরিষদ রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক মাসুদ মুন্নাফ প্রমূখ বক্তব্য রাখেন।