ঢাকা, ২৭ এপ্রিল ২০২৫, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৭ শাওয়াল ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

যশোরে বিএনপির উদ্যোগে বৈশাখী ফুটবল উৎসব শুরু

স্টাফ রিপোর্টার, যশোর থেকে
২৭ এপ্রিল ২০২৫, রবিবার

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যশোর নগর বিএনপি’র বৈশাখী ফুটবল উৎসব-১৪৩২ শুরু হয়েছে। গতকাল বিকালে সরকারি এম এম কলেজ মাঠে এক বর্নিল আয়োজনের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপসি'ত থেকে ফুটলব উৎসবের উদ্বোধণ করেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।  
এ সময় তিনি বলেন, বিএনপি সকলকে সাথে নিয়ে দেশ গড়ার প্রত্যয়ে বিশ্বাসী। কারণ বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী। দলের মধ্যে অবাধ গণতন্ত্রের চর্চা অবারিত আছে। দীর্ঘ দিন পরে খোলামেলা পরিবেশে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতে পেরেছি। কারণ ফ্যাসিস্ট সরকার আমাদের আনন্দ উচ্ছ্বাস সবকিছু কেড়ে নিয়েছিল। দীর্ঘ সময় ফ্যাসিবাদের জাতাকলে পিষ্ট হয়ে সমগ্র জাতি শ্বাসরুদ্ধকর অবস'ার মধ্য দিয়ে তাদের জীবন অতিবাহিত করেছে। ক্রীড়াঙ্গণকে অচল অবস'ায় পরিণত করে কথিত ক্রীড়া সংগঠকরা অবৈধ সরকারের দালাল হিসেবে কাজ করেছিল। আমরা  সেই ক্রীড়াঙ্গণকে আবার সচল করতে চাই। অধ্যাপক নার্গিস বেগম যশোরে ক্রীড়াঙ্গণের পাশাপাশি সাংস্কৃতিক যে ঐতিহ্য ছিল সেটিকে আবার পুনরায় বিকশিত করার প্রত্যয় ব্যক্ত করেন। 
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপসি'ত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত।  পরে প্রধান অতিথি অনুষ্ঠানে উপসি'ত সকলকে সাথে নিয়ে শান্তির প্রতীক পায়রা, বেলুন ফেস্টুন উড়িয়ে ফুটবল উৎসবের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে কোরআন তেলোয়াতের পাশাপাশি জাতীয় ও দলীয় সংগীত পরিবেশন করা হয়। এছাড়া মাঠ জুড়ে দলীয়, ক্রীড়া এবং অলিম্পিকের পতাকা উত্তোলন করা হয়। 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status