বাংলারজমিন
সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে জনগণকে ভোটারাধিকার ফিরিয়ে দেয়া হবে: মুরাদ
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২৫, রবিবারঢাকা জেলা যুবদল সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দেশের জনগণকে ভোটারাধিকার ফিরিয়ে দেয়া হবে। তাই দেশে দ্রুত নির্বাচন প্রয়োজন। কিন্তু তারা নির্বাচন না দিয়ে তা বিলম্বিত করছেন। এতে দেশে দিন দিন অস্থিরতা বাড়ছে। দীর্ঘদিন দেশে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার ক্ষমতায় থেকে ব্যাপক লুটপাট করেছে। তাই তাকে ও তার দোসরদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি। তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশে বিএনপি সরকার গঠন করবে। এতে কোনো সন্দেহ নাই। তাই বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক মহিলা দলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রয়োজনীয় সংস্কার শেষে আগামী ডিসেম্বরে নির্বাচনের লক্ষ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেন,
তারেক রহমান ঘোষিত আগামী বিএনপি সরকারের কর্মপরিকল্পনা, রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বৈষম্যহীন ও সাম্য, মানবিক রাষ্ট্র গঠন এবং ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বেকারভাতা, কর্মসংস্থান, বিনামূল্যে চিকিৎসা, কৃষি পণ্যের ন্যায্যমূল্য, জনগণের ক্রয়ক্ষমতা বৃদ্ধি, শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করা হবে বলে জানান তিনি।
শনিবার বিকালে ধামরাইয়ের কালামপুর কলেজ মাঠে বন্ধুমহলের উদ্যোগে আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে আয়োজিত লাঠি ভলিবল খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সভাপতির ভাষণে তিনি এসব কথা বলেন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীক, বিশেষ অতিথি ছিলেন ধামরাই থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ও অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে ছিলেন সুতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমিজুর রহমান চৌধুরী রুমা প্রমুখ।