ঢাকা, ২৭ এপ্রিল ২০২৫, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৭ শাওয়াল ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

শ্রীপুরে হকার-ইজারাদার সংঘর্ষ, আহত ২০

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২৫, রবিবার

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তায় ইজারাদার ও হকারদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ২০ জন আহত হয়েছে। এ সময় আতঙ্কে আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায়। শুক্রবার মাগরিবের নামাজের সময় শিল্পঞ্চল হিসেবে পরিচত মাওনা চৌরাস্তায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহতরা হলেন- নজরুল বেপারী (৬০), আতিক বন্দোকশী (৪৬) এবং ইমরান (২৫)। তাদেরকে ময়মনসিংহ মেডেকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা ইজারাদর কাজল ফকির এবং সেলিমের পক্ষের লোক বলে দাবী করেন। অন্যান্য আহতরা স'ানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। অস'ায়ী ব্যবসায়ীরা বলেন, যারা স'ায়ীভাবে নিয়মিত দোকান খুলে বসেছে তাদের থেকে ইজারাদাররা ৩০-৫০ হাজার টাকা পর্যন্তও নিরাপত্তা চুক্তি নিয়েছে। দোকান থেকে প্রতিদিন ১০০ টাকা করে ইজারা তুলছে। প্রতিবাদ করলেই দোকান উচ্ছেদের হুমকি দেয়। আমরা পেটের দায়ে তাদেরকে  টাকা দিতে বাধ্য হয়েছি। 
ইজারাদর কাজল ফকির বলেন, আওয়ামী লীগের আমলে একটি হকার্স কমিটি করা হয়েছিল। সেই কমিটির কয়েকজন হকার নিয়ে আমাদের পক্ষের লোকদেরকে ওপর হঠাৎ করে হামলা করে। তারা আমাদের টাকা লুটে নেয়। হামলায় আমাদের ২০ জন আহত হয়েছে। হকার্স কমিটির জাহিদ বলেন, হকারদের থেকে অব্যাহত চাঁদাবাজির বিরুদ্ধে বৃহস্পতিবার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রীপুর উপজেলা শাখার উদ্যোগে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছিল। এর জেরে কাজল ফকির এবং সেলিম মিয়া দেড় থেকে ২০০ সশস্ত্র লোকজন নিয়ে হকারদের ওপর হামলা করে। তারা আমাকে এবং হকার্স কমিটির সভাপতি মামুন মিয়ার মাথায় কুপিয়ে মারাত্নক আহত করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং শ্রীপুর পৌরসভার প্রশাসক ব্যারিস্টার সজীব আহমেদ বলেন, ২৩ বছর যাবত মাওনা চৌরাস্তারয় অস'ায়ী বাজার হিসেবে ইজারা দিয়ে আসছে। শিডিউলভুক্ত বাজার ইজারা না দিলে আগে শিডিউল বাতিল করতে হবে। যেহেতু বাতিল হয়নি তাই তালিকাভুক্ত বাজার ইজারা না হলে সেই টাকা যিনি ইজারা দেন নাই তাকে ব্যাক্তিগত দায় থেকে দিতে হবে। ছোটবড় সকল বিট থেকে প্রতি তিন ঘন্টার জন্য ২০ টাকা নির্ধারণ করে দেয়া হয়েছে। সে অনুযায়ী টাকা উঠানোর জন্য ইজারাদারদেরকে নির্দেশ দেয়া হয়েছে। শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন, ইজারাদার এবং হকারদের মদ্যে সংঘর্ষের ঘটনায় তিনজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পরিসি'তি স্বাভাবিক রয়েছে। মাওনা চৌরাস্তা এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status