বাংলারজমিন
শৈলকুপায় প্রবাসীর বাড়িতে ডাকাতি
শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবারঝিনাইদহের শৈলকুপায় টিপু সুলতান নামের এক প্রাবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাত দল অস্ত্রের ভয় দেখিয়ে ৮ ভরি স্বর্ণালংকার, নগদ সাড়ে ৩ লাখ টাকা ও ব্যাংকের কাগজপত্র নিয়ে পালিয়ে যায়। মঙ্গলবার গভীর রাতে উপজেলার ২নং মির্জাপুর ইউনিয়নের চর গোলকনগর গ্রামে এ ঘটনা ঘটে।
সিঙ্গাপুর প্রবাসী টিপু সুলতান চর গোলকনগর গ্রামের মুক্তিযোদ্ধা আইনুদ্দিন শেখের ছেলে। তার স্ত্রী ছুম্মা খাতুন বলেন, মঙ্গলবার গভীর রাতে ঘুম ভাঙ্গলে দেখি আমার ঘরে ধারালো অস্ত্র হাতে তিন ব্যক্তি। এরপর তারা গলার চেইন, হাতের বালা সহ ৮ ভরি স্বর্ণলংকার, নগদ টাকা ও ব্যাংকের কগজপত্র নিয়ে চলে যায়। বাড়ির গেটের তালা কেঁটে ডাকাতরা ঘরে প্রবেশ করে, এসময় দরজা খোলা থাকায় ডাকাতরা ঘরের ভিতরে ঢুকে পড়ে বলে জানান তিনি। শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, দুর্র্বৃত্তরা বারান্দার গ্রীল কেঁটে ঘরে প্রবেশ করে চুরির ঘটনা ঘটায়। এ ঘটনায় ৮ ভরি স্বর্ণালংকার, নগদ টাকাসহ কাগজপত্র লুট হয়ে যায়।