বিশ্বজমিন
শুল্ক আরোপের কারণে দামি নতুন বোয়িং বিমান ফেরত পাঠালো চীন
মানবজমিন ডেস্ক
(৪ ঘন্টা আগে) ২১ এপ্রিল ২০২৫, সোমবার, ৮:৫৮ অপরাহ্ন

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দ্বিপক্ষীয় শুল্ক আরোপের শিকার হয়েছে বোয়িং। রোববার একটি চীনা বিমান সংস্থার জন্য তৈরি করা একটি বোয়িং জেট বিমান মার্কিন নির্মাতার কাছে ফেরত এসেছে। একজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, চীনের জিয়ামেন এয়ারলাইন্সের জন্য নির্ধারিত ৭৩৭ ম্যাক্স বিমানটি রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৬.১১ মিনিটে সিয়াটলের বোয়িং ফিল্ডে অবতরণ করে। এটি জিয়ামেন লিভার দিয়ে রঙ করা ছিল। যুক্তরাষ্ট্রের ফেরত আসার ৫০০০ মাইল (৮,০০০ কিলোমিটার) যাত্রায় গুয়াম এবং হাওয়াইতে জ্বালানি ভরার যাত্রাবিরতি নেয়া বিমানটি। এটি বোয়িংয়ের সর্বাধিক বিক্রিত মডেলের বেশ ৭৩৭ ম্যাক্স জেটের মধ্যে একটি।
মার্কিন বাণিজ্য যুদ্ধের মধ্যে চীন তার বিমান সংস্থাগুলিকে বোয়িং জেট সরবরাহ নেয়া বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, ট্রাম্প এই মাসে চীনা আমদানির উপর বেসলাইন শুল্ক ১৪৫% পর্যন্ত বাড়িয়েছেন। প্রতিশোধ হিসেবে চীন মার্কিন পণ্যের উপর ১২৫% শুল্ক আরোপ করেছে। রয়টার্স বলছে, বিমান পরিবহন পরামর্শদাতা সংস্থা আইবিএ-এর মতে, নতুন ৭৩৭ ম্যাক্সের বাজার মূল্য প্রায় ৫৫ মিলিয়ন ডলার। তাই বোয়িং জেটের ডেলিভারি নেওয়া একটি চীনা বিমান সংস্থা এত বেশি শুল্কের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে। গত সপ্তাহে জানা গেছে, চীন সরকার চীনা বিমান সংস্থাগুলিকে বোয়িংয়ের মতো আমেরিকান কোম্পানিগুলির কাছ থেকে বিমান-সম্পর্কিত সরঞ্জাম এবং যন্ত্রাংশ কেনা বন্ধ করতে বলেছে। আগামী দুই দশক ধরে বিমানের প্রত্যাশিত বিশ্বব্যাপী চাহিদার শতকরা প্রায় ২০ ভাগ চীনের দখলে থাকবে। এয়ারওয়েজ ম্যাগ জানিয়েছে, বোয়িংয়ের অর্ডার বইতে মার্চ মাসের শেষে বাণিজ্যিক বিমান সংস্থা এবং লিজিং সংস্থা উভয়ের জন্য চীনা সংস্থাগুলির কাছে ১৩০টি বিমান সরবরাহের সময়সূচি ছিল। যে বিমানটি যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানো হয়েছে, সে সিদ্ধান্ত কোন পক্ষ নিয়েছে তা স্পষ্ট নয়।
ট্রাম্প তার তথাকথিত ‘মুক্তি দিবস’ শুল্কের বিস্তারিত বর্ণনা দেয়ার কয়েক ঘন্টা আগে, বোয়িং প্রধান নির্বাহী কেলি অর্টবার্গ মার্কিন সিনেটের শুনানিতে বলেছিলেন- কোম্পানিটি তাদের শতকরা প্রায় ৮০ ভাগ বিমান বিদেশে বিক্রি করেছে। শুল্ক পরিবর্তন নিয়ে বিভ্রান্তির কারণে অনেক বিমান সরবরাহ অনিশ্চয়তার মধ্যে পড়তে পারে, কিছু বিমান সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা বলেছেন, তারা শুল্ক দেয়ার পরিবর্তে বিমান সরবরাহ পিছিয়ে দেবেন। বাজেট এয়ারলাইন রায়ানএয়ারের গ্রুপ চিফ এক্সিকিউটিভ মাইকেল ও’লিয়ারি গত সপ্তাহে ফিনান্সিয়াল টাইমসকে বলেছিলেন, কোম্পানিটি আগস্ট থেকে ২৫টি বোয়িং বিমান পাওয়ার কথা ছিল। কিন্তু "আমরা হয়তো তাদের বিলম্বিত করতে পারি এবং আশা করি সাধারণ জ্ঞানের জয় হবে।