বিশ্বজমিন
যেভাবে হবে পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠান
মানবজমিন ডেস্ক
(৭ ঘন্টা আগে) ২১ এপ্রিল ২০২৫, সোমবার, ৩:২৮ অপরাহ্ন

আগে পোপের শেষকৃত্য অনুষ্ঠান একটি জটিল বিষয় ছিল। তবে সম্প্রতি পুরো প্রক্রিয়াটিকে আরও সহজ করার পরিকল্পনাকে অনুমোদন করেন পোপ ফ্রান্সিস। আগের পোপদের সাইপ্রেস, সীসা এবং ওক দিয়ে তৈরি তিনটি নেস্টেড কফিনে সমাহিত করা হতো। তবে পোপ ফ্রান্সিস দস্তা দিয়ে ঢাকা একটি সাধারণ কাঠের তৈরি কফিনকেই বেছে নিয়েছেন। এছাড়া সেন্ট পিটার্স ব্যাসিলিকায় জনসাধারণের জন্য পোপের মৃতদেহকে উঁচু ক্যাটাফাল্কে রাখার ঐতিহ্যকেও বাতিল করেছেন তিনি। এই প্রক্রিয়ার পরিবর্তে মৃতদেহ কফিনের ভেতরে থাকা অবস্থায় শোকাহতদের শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ দেয়া হবে। পোপ ফ্রান্সিসই হবেন এই শতকের প্রথম ধর্মগুরু যাকে ভ্যাটিকানের বাইরে সমাহিত করা হবে। রোমের চারটি প্রধান পোপের ব্যাসিলিকার মধ্যে অন্যতম সেন্ট মেরি মেজরের ব্যাসিলিকায় সমাহিত করা হবে। সূত্র- বিবিসি