বিশ্বজমিন
‘জাতীয় স্বার্থের পরিপন্থি কোনো চুক্তি করবে না চীন’
মানবজমিন ডেস্ক
(৮ ঘন্টা আগে) ২১ এপ্রিল ২০২৫, সোমবার, ২:১৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:২১ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের পরিপন্থি কোনো চুক্তি করবে না বলে জানিয়েছে চীন। সোমবার দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, স্বার্থের বিনিময়ে যুক্তরাষ্ট্র ও তাদের বাণিজ্যিক অংশীদারদের সঙ্গে যে কোনো চুক্তির বিরোধীতা করে চীন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।
এতে বলা হয়, জাতীয় স্বার্থের পরিপন্থী যে কোনো চুক্তির তীব্র বিরোধীতা করে চীন। দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, যদি (চুক্তির) পরিস্থিতি তৈরি হয় তাহলে চীন তা মেনে নেবে না এবং দৃঢ়ভাবে পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে। শুল্ক ছাড়ের বিনিময়ে বেইজিংয়ের সঙ্গে বাণিজ্য সম্পর্ক করতে অন্যান্য দেশকে চাপ দেয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। তার প্রতিক্রিয়ার এসব মন্তব্য করেছে চীন। গত সপ্তাহে হোয়াইট হাউস কর্তৃক প্রকাশিত এক তথ্যে চীনের রপ্তানিকৃত পণ্যের ওপর ২৪৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের কথা জানানো হয়েছে।
বেইজিংয়ের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় বেইজিংয়ের দৃঢ় সংকল্প এবং ক্ষমতা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বলেন, তথাকথিত রিসিপ্রোক্যাল ট্যারিফের আড়ালে সকল দেশকে চীনের বিরুদ্ধে চাপে ফেলার কৌশল গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র।
পাঠকের মতামত
Thik ei jinis tai amader bangladesher onek political party er shikkha grohon kora uchit.Unarato parle desh bikri kore diye power a thakte chai.Ami sobgulo boro party ke uddessho korei kotha gulo likhlam.