বিশ্বজমিন
ট্রাম্পের আশা
এ সপ্তাহের মধ্যেই যুদ্ধ বন্ধের চুক্তিতে পৌঁছাবে রাশিয়া-ইউক্রেন
মানবজমিন ডেস্ক
(১১ ঘন্টা আগে) ২১ এপ্রিল ২০২৫, সোমবার, ১১:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:০১ অপরাহ্ন

এ সপ্তাহের মধ্যেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এ খবর দিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু। এতে বলা হয়, রোববার নিজের ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে তিনি বলেছেন, তিনি আশাবাদী যে, এ সপ্তাহের মধ্যেই রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ বন্ধে একটি চুক্তিতে পৌঁছবে। ট্রাম্প আরও বলেন, (চুক্তিটি হওয়ার পর) উভয় দেশই যুক্তরাষ্ট্রের বৃহৎ ব্যাবসায়ীক অংশীদার হতে পারবে, যা ক্রমশ সমৃদ্ধ হচ্ছে। এতে তাদের ভাগ্যের উন্নতি হবে।
এ বছরের জানুয়ারিতে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর থেকে কিয়েভ-মস্কো সংঘাত নিরসনে কূটনৈতিক তৎপরতার শুরু করেছেন ট্রাম্প। এক্ষেত্রে দুই দেশের সঙ্গেই জোর আলোচনা চালাচ্ছে তার প্রশাসন। উল্লেখ্য, ২০২২ সালে ইউক্রেনে ওপর রাশিয়ার হামলা শুরুর মধ্যে দিয়ে যুদ্ধে জড়িয়ে পড়ে দুই দেশ। ওই যুদ্ধ এখনও চলছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন সরাসরি ইউক্রেনের পক্ষ নেয়ায় এই যুদ্ধ দীর্ঘায়িত হয়েছে বলে অভিযোগ ট্রাম্পের।
ক্ষমতায় আসার আগে ট্রাম্প বলেছিলেন, তিনি থাকলে যুদ্ধটাই হতো না। তাই ক্ষমতা গ্রহণের পরপরই যুদ্ধ বন্ধে বেশ তৎপর হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি প্রাথমিকভাবে ৩০ দিনের একটি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন। যদিও এ বিষয়ে এখনও মতামত দেয়নি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি জানিয়েছেন, প্রস্তাবটি পর্যালোচনা করা হচ্ছে।
অন্যদিকে ইস্টার সানডে উপলক্ষ্যে মানবিক দিক বিবেচনা করে ৩০ ঘণ্টার একতরফা যুদ্ধবিরতি দেন পুতিন। পরে অবশ্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করে বলেছেন, রুশ সেনাদের সামরিক অভিযান থেকে বিরত থাকতে বলা হলেও তারা হামলা অব্যাহত রেখেছে।