অনলাইন
হাতিরঝিলে ‘দুর্বৃত্তদের গুলিতে’ ওয়ার্ড বিএনপির নেতা গুলিবিদ্ধ
স্টাফ রিপোর্টার
২০ এপ্রিল ২০২৫, রবিবার
রাজধানীর হাতিরঝিল থানার মোড়লগল্লি এলাকায় ‘দুর্বৃত্তদের গুলিতে’ ওয়ার্ড বিএনপির এক নেতা গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করা হয়। ওই ব্যক্তির নাম আরিফ (৩৫)। তিনি ৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য। আরিফ মাদারীপুরের শিবচর থানার হুগলা বালিকান্দি গ্রামের গিয়াস উদ্দিন সরদারের ছেলে। বর্তমানে ডেমরা স্টাফ কোয়ার্টারে থাকেন।
তাকে নিয়ে হাসপাতালে আসা হাতিরঝিল থানার ৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি রিপন মিয়া জানান, আরিফ ৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের একজন সদস্য। তিনি ওয়ার্কশপে কাজ করেন। রাতে দুর্বৃত্তরা তাকে গুলি ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাতিরঝিল থানার এসআই মো. রাসেল বলেন, ‘ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।’ অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানান তিনি।