খেলা
জন্মদিনে শান্ত-মিরাজদের কাছে যে উপহার চাইলেন সিমন্স
স্পোর্টস রিপোর্টার
(২ সপ্তাহ আগে) ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৪:২১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:১১ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হেড কোচ ফিল সিমন্সের আজ ৬২তম জন্মদিন। পেশাদার ক্রিকেটার ও এখন কোচ হিসেবে বিশ্বের নানা জায়গায় একাধিক জন্মদিন কেটেছে এই ক্যারিবিয় কোচের। এবার আছেন বাংলাদেশ ক্রিকেট দলে। যদি শান্ত-মিরাজর তাকে জন্মদিনের উপহার দিতে চায় তাহলে প্রথম ম্যাচটা জিতলেই হবে।
আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে আসেন সিমন্স। সেখানে জন্মদিনে উপহার প্রসঙ্গে, ‘আমি এখন আর জন্মদিনের উপহার চাওয়ার পর্যায়ে নেই’ বলেই হেসে ওঠেন।
এরপর বাংলাদেশ দলের খেলোয়াড়েরা এখন সিমন্সকে যদি জন্মদিনের উপহার দিতেই চান, তাহলে সেটা কী হলে ভালো হয় প্রশ্ন করা হয় তাকে। তার উত্তরে সিমন্স বলেন‘তারা যদি উপহার দিতে চায়, প্রথম ম্যাচটি জিতলেই হবে (হাসি)। আমার এটুকুতেই হবে।’
জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামার আগে প্রস্তুতিতে কোনো ঘাটতি দেখছেন না সিমন্স। তিনি বলেন, ‘প্রস্তুতি বেশ ভালো হয়েছে। এখানকার ফ্যাসিলিটিজ আমার মনে হয় স্বপ্নের মতো। আপনি যা চান, তাই করতে পারবেন। হোটেলটা খুব দূরে নয়। আমরা অনেক কাজ করতে পেরেছি এই অল্প সময়েই।’