ঢাকা, ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ শাওয়াল ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

রায়পুরায় দুর্গম চরে থানা স্থাপনের জন্য স্থান পরিদর্শন সচিবের

নরসিংদী প্রতিনিধি

(৩ দিন আগে) ১৫ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ৭:১০ অপরাহ্ন

mzamin

রায়পুরায় দুর্গম চরাঞ্চলের পাড়াতলী ইউনিয়ন ও বাঁশগাড়ী ইউনিয়নের মধ্যস্থল আড়াকান্দা নামক স্থানে চরে থানা স্থাপনের  জন্য স্থান পরিদর্শন করেন বাংলাদেশ বিদুৎ ও জ্বালানি খনিজ  মন্ত্রণালয়ের  সিনিয়র সচিব মোহাম্মদ ওয়াহিদ হোসেন। মঙ্গলবার সকালে  ওই স্থান পরিদর্শন করেন তিনি। এসময় তিনি বলেন, মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাহেবের নির্দেশে আজকে নরসিংদী জেলার ডিসি ও এসপি সাহেবকে সাথে নিয়ে রায়পুরার চরাঞ্চলের একটি থানা স্থাপনের বিষয়ে সরজমিনে তদন্ত করার জন্য এসেছি। এ বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে আলাপ চলছে। আশা করছি, খুব দ্রুতই রায়পুরা চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা অনুযায়ী একটি থানা স্থাপন করা সম্ভব হবে। 
এসময় নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী বলেন, রায়পুরা উপজেলার চরাঞ্চলের আইনশৃংখলা পরিস্থিতি উন্নতির লক্ষে জেলার সমন্বয় সভার মাধ্যমে চরে থানা বাস্তবায়নের জন্য স্বররাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে লিখিত আকারে প্রয়োজনীয় কাগজপত্র প্রেরণ করা হয়েছে। দ্রুত বাস্তবায়ন হবে বলে প্রত্যাশা করছি।
এসময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আব্দুল হান্নান, রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা, রায়পুরা থানা ওসি তদন্ত প্রদীপ কুমার সাহা, রায়পুরা প্রেসক্লাব সভাপতি ফরিদ উদ্দিন, চাঁনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোমেন সরকার, নরসিংদী জেলা এডিশনাল পিপি এড.কাজী নজরুল ইসলাম, মেঘনার চর থানা বাস্তবায়ন পরিষদ এর সদস্য সচিব এড. খন্দকার মেহেদী হাসান, মেঘনার চর থানা বাস্তবায়ন পরিষদের যুগ্ম আহবায়ক মো: সামসুজ্জামান সামু ও যুগ্ম আহবায়ক এবং প্রচার উপকমিটির আহবায়ক সাংবাদিক বশির আহম্মদ মোল্লা,  মেঘনার চর থানা বাস্তবায়ন পরিষদের যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন জাহাঙ্গীর, মেঘনার চর থানা বাস্তবায়ন পরিষদের যুগ্ম আহবায়ক কামাল হোসেন ফকির,  মেঘনার চর থানা বাস্তবায়ন পরিষদের যুগ্ম আহবায়ক মো: জিয়াউর রহমান জিয়া, মেঘনার চর থানা বাস্তবায়ন পরিষদের যুগ্ম আহবায়ক মো: দুলাল মিয়া, মেঘনার চর থানা বাস্তবায়ন পরিষদের যুগ্ম আহবায়ক মো: রুবেল মিয়া, বাশঁগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান ও সাধারন সম্পাদক মো: ছন্দু মিয়া সরকার প্রমুখ।
জানা গেছে,  রায়পুরায় দুর্গম চরাঞ্চলের পাড়াতলী ইউনিয়ন ও বাশঁগাড়ী ইউনিয়নের মধ্যস্থল আড়াকান্দা নামক স্থানে থানা স্থাপনের জন্য দেশ স্বাধীন হওয়ার পর থেকে চরবাসী দাবি করে আসছে। চর এলাকার শান্তি চাই, মেঘনার চর থানা চাই এই স্লোগানকে সামনে রেখে পাড়াতলী, শ্রীনগর, বাঁশগাড়ী, চরমধুয়া, মির্জারচর, চাঁনপুর ইউনিয়নের ৫ লক্ষ লোকের বসবাস। মেঘনা নদী বেষ্টীত ৬টি ইউনিয়নের চরবাসীর যোগাযোগ ব্যবস্থা খুবই নাজুক। বিগত দিনে চরে উন্নয়নমূলক তেমন কাজ হয়নি। চরে থানা বাস্তবায়ন করতে একটি মেঘনার চর থানা বাস্তবায়ন পরিষদ নামে একটি কমিটি গঠন করা হয়।  
বিগত দিনে আওয়ামী লীগের প্রভাবশালী এমপি প্রশাসনকে ম্যানেজ করে তার পালিত সন্ত্রাসী বাহিনী দিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘাত লাগিয়ে বছরের পর বছর অসংখ্য নিরীহ মানুষকে বাড়িছাড়া করে রেখেছেন। মারামারি খুনাখুনি সহ সকল ধরনের সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ করতে চরে থানা জরুরি দরকার।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status