বাংলারজমিন
খুলনায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার, খুলনা থেকে
১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার
খুলনার রূপসা উপজেলার খান মোহাম্মদপুর সাকিন এলাকা থেকে অপহৃত ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। গতকাল উপজেলার শ্রীফলতলা ক্যাম্পের পুলিশ তাকে উদ্ধার করে। এর আগে বুধবার রূপসার আইচগাতী ইউনিয়নের নবপল্লী এলাকায় বিশেষ অভিযান মো. হিমেল হাওলাদার সোহাগ (২৮) নামে এক অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় রূপসা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
জেলা পুলিশের পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ষ্ঠ শ্রেণির ওই স্কুলছাত্রীকে স্কুলে যাতায়াতকালে হিমেল হাওলাদার বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতো। ভুক্তভোগীর বাবা-মা বিষয়টি জানার পর হিমেলকে অনুরোধ করে যেন তাদের মেয়েকে আর উত্ত্যক্ত না করে। কিন্তু হিমেল আরও ক্ষিপ্ত হয়ে গত ৯ই এপ্রিল সকালে রূপসা উপজেলার খান মোহাম্মদপুর সাকিনস্থ এলাকা থেকে মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে তাকে আইচগাতীর নবপল্লী এলাকা থেকে গ্রেপ্তার করে।