বাংলারজমিন
ঈশ্বরদীতে ভাইয়ের হাতে ভাই খুন
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২৫, শুক্রবারপাবনার ঈশ্বরদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহতের নাম জিপু সরদার (২৯)। অভিযুক্ত বড় ভাই মনিরুল সরদার (৩৮)। তারা স্থানীয় বাসিন্দা রিকাত সরদারের ছেলে।
স্থানীয়রা জানান, বাড়ির জমিজমা নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। প্রায়ই এ নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি ও মারামারি হতো। ঘটনার দিন সকালেও তুচ্ছ বিষয় থেকে শুরু হয় তর্ক। একপর্যায়ে উত্তপ্ত পরিস্থিতিতে মনিরুল লোহার রড দিয়ে জিপুর মাথায় আঘাত করেন। পাল্টা প্রতিক্রিয়ায় জিপু হাতে থাকা হাসুয়া দিয়ে মনিরুলকে কোপ দেন, এতে মনিরুলের দুই হাতে গুরুতর জখম হয়। পরে পরিবারের লোকজন তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বাঘা উপজেলার কাছাকাছি পৌঁছালে জিপুর মৃত্যু হয়। পরে মনিরুলকে অন্য একটি যানবাহনে করে রাজশাহী মেডিকেলে পাঠানো হয় এবং জিপুর মরদেহ বাড়িতে আনা হয়। ঈশ্বরদী থানার ওসি শহীদুল ইসলাম বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।