অনলাইন
সায়েন্সল্যাবে ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া
স্টাফ রিপোর্টার
(১ দিন আগে) ১৫ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ২:২১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:৪৩ অপরাহ্ন

রাজধানীর সায়েন্সল্যাব ও আশপাশের এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। ধাওয়া-পাল্টা ধাওয়া ও একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম বলেন, সংঘর্ষ শুরুর পর পুলিশ শান্তিপূর্ণভাবে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে দুপুর পৌনে ১২টার দিকে জানান তিনি। তবে কী কারণে সংঘর্ষের ঘটনা ঘটেছে তা জানাতে পারেননি।