বাংলারজমিন
নরসিংদীতে নানা অয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ বরণ
বশির আহম্মদ মোল্লা, নরসিংদী
(২ দিন আগে) ১৪ এপ্রিল ২০২৫, সোমবার, ৪:২০ অপরাহ্ন

বাংলা নতুন বর্ষকে বরণ করতে বৈশাখী শোভাযাত্রা, জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ গানের মাধ্যমে বর্ণিল সাজে বর্ষবরণের আয়োজন করেছে নরসিংদী জেলা প্রশাসন। নরসিংদী সার্কিট হাউস থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। এ র্যালীতে অংশগ্রহণ করে জেলা প্রশাসন, জেলা পুলিশ, স্বাস্থ্য বিভাগ, রাজনৈতিক দল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। পরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ গানের মাধ্যমে বাংলা নতুন বর্ষকে বরণ করতে বর্ণিল সাজে বৈশাখী মেলা, লোকজ সংস্কৃতি প্রর্শনী, দেশীয় খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন কর্মসুচি গ্রহণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী,পুলিশ সুপার মো. আব্দুল হান্নান,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৌসুমী সরকার রাখি, নরসিংদী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোঃ শামসুজ্জামান, নরসিংদী সিভিল সার্জন ডাঃ সৈয়দ মোঃ আমিরুল হক শামীম, অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদা বেগম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. হারুন-অর রশিদ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট আব্দুল বাছেদ ভূইয়া, নরসিংদীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্ত এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফুলকাম বাদশা ও সিনিয়র প্রকৌশলী মোহাম্মদ শাহ আলম মিয়া, নরসিংদী সড়ক ও জনপদ বিভাগ নিবার্হী প্রকৌশলী প্রকৌশলী রেজা ই রাব্বি, গণপূর্ত বিভাগ নির্বাহী প্রকৌশলী এ এস এম মুসা, নরসিংদী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রেজুয়ান হোসেন,শিক্ষা প্রকৌশল অধিদপ্ত নির্বাহী প্রকৌশলী ইসরাত নুসরাত সিদ্দিকা, নরসিংদী পৌরসভা নির্বাহী পকৌশলী গোলাম মোহাম্মদ, নরসিংদী জেলা দুর্যোগ ও ত্রাণ পুর্নবাসন কর্মকর্তা মো: ইউনুছ মিয়া,নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মো.নূরুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো: সোহানুর রহমান,এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিহাব সারার অভি, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ এইচ এম. আজিমুল হক, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ পারভেজ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাফিউর রহমান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমাউল হুসনা পিংকি, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাছান পাটোয়ারী,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নেপাল কান্তি দেব, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নওসিন জাহান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামিনা তানী, জেলা শিক্ষা কর্মকর্তা এ এস এম আব্দুল খালেক, জেলা মহিলা বিষয়ক অফিসার সেলিনা আক্তার, নরসিংদী পরিবেশ অধিদপ্তর উপপরিচালক মো: কামরুজ্জামান, নরসিংদী জেলা আঞ্চলিক পাসর্পোট অফিস উপপরিচালক গাজী মাহমুদূল হাসান,জেলা খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা জেলা কৃষি বিপনন কর্মকর্তা আবু বক্কর,নরসিংদী ইসলামী ফাউন্ডেশন এর উপ-পরিচালক ইউসুফ আলী,জেলা শিশু বিষয়ক অফিসার নুর মোহাম্মদ ভুইয়া,জেলা যুব উন্নয়ন অফিসার মো: জামাল উদ্দিন,জেলা বিআরডির উপ-পরিচালক মোবারক হোসেন ভুইয়া, নরসিংদী জেলা সহকারী তথ্য অফিসার আফসানা আক্তার,জেলা পরিবেশ অধিদপ্তর পরির্দশক আরিফা বেগম, জেলা পরিসংখ্যান অফিসার রেজওয়ানা কবীর,জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন উপ-পরিচালক মো: মেহেদী হাসান, নরসিংদী পলিটেকনিক ইনষ্টিটিউট অধ্যক্ষ নীহার রঞ্জন দাস,নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজ অধ্যাপক আব্দুল বাতেন সহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।
পরে বিকালে নরসিংদী জেলা প্রশাসক মাঠে জেলা ক্রিড়া সংস্থার উদ্যোগে জাতীয় কাবাডি খেলার আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তোফাজ্জল হোসেন মাষ্টার,জেলা ছাত্রদলের সাবেক সেক্রেটারী আ: রউফ ফকির রনি,জেলা বিএনপির সদস্য আওলাদ হোসেন মোল্লা, জেলা বিএনপির সদস্য তোফাজ্জল হোসেন ভিপি, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মো: বিল্লাল হোসেন,রায়পুরা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নুর আহমদ চৌধুরী মানিক প্রমুখ।