বাংলারজমিন
ঝিনাইদহে পাওনা টাকা চাওয়ায় বেধড়ক মারধর, দোকানির মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২৫, বুধবারপাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ঝিনাইদহে বেধড়ক মারধরের শিকার হয়ে এক দোকানির মৃত্যু হয়েছে। ওই দোকানির নাম মোহাম্মদ আলী (৬০)। তিনি সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বাদপুকুর গ্রামের মৃত কেনু মিয়ার ছেলে। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। গতকাল সকাল সাড়ে ১১টার দিকে সাগান্না ইউনিয়নের উত্তর নারায়ণপুরে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলো- অভিযুক্ত আসাদুল ইসলাম (১৯), তার বাবা আশকর আলী (৬২) ও আশকর আলীর স্ত্রীকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, সকালে পাওনা টাকা আদায়ের জন্য আসাদুল ইসলামের কাছে যান মুদি দোকানি মোহাম্মদ আলী। ওই সময় আসাদুল ইসলাম, তার বাবা আশকর আলী ও আশকর আলীর স্ত্রী মিলে দোকানি মোহাম্মদ আলীকে বেধড়ক মারধর শুরু করে। একপর্যায়ে মোহাম্মদ আলী চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় স্থানীয়রা এসে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেয়ার পথে মারা যান দোকানি মোহাম্মদ আলী। নিহতের ছেলে মশিয়ার রহমান বলেন, দোকানের বাকি টাকা চাইতে গেলে সন্ত্রাসীরা আমার বাবাকে পিটিয়ে হত্যা করেছে। আমরা যেন মামলা না করি, তার জন্য নানান রকম চাপ দিচ্ছে। আমি এই হত্যার বিচার চাই। আমরা হত্যাকারীদের বিরুদ্ধে মামলা করবো।
সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। তবে ঘটনা জানার পরপরই জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করা হয়েছে।