ঢাকা, ১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ শাওয়াল ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২৫, বুধবার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের ত্রাস ও মাদক কারবারিদের পৃষ্ঠপোষক হিসেবে পরিচিত আওয়ামী লীগ নেতা ওমর আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সকালে চরবাগডাঙ্গার নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ওমর চরবাগডাঙ্গা ইউনিয়নের চাকপাড়া গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে। জানা যায়, ওমর আলী আওয়ামী লীগ আমলে চরাঞ্চলের ত্রাস ও মাদক কারবারিদের পৃষ্ঠপোষক হিসেবে পরিচিতি পান। তিনি চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তার বিরুদ্ধে এলাকায় আধিপত্য বিস্তারে ককটেলবাজি ও ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অর্থ সহায়তার অভিযোগ রয়েছে। তার ভাই মো. আব্দুল লতিব ঢাকার শাহজাহানপুর থানা আওয়ামী লীগের সভাপতি ও ছাত্র-জনতার ওপর হামলা মামলার আসামি। তিনি ঢাকা থেকে পালিয়ে চরবাগডাঙ্গায় আত্মগোপনে রয়েছেন। সমপ্রতি চরবাগডাঙ্গায় ককটেলবাজির একাধিক ঘটনার অন্যতম আসামি ওমর আলী। চরাঞ্চলে বিভিন্ন রাজনৈতিক সংঘাতের ঘটনার নেপথ্যে রয়েছে ওমর গ্রুপের আধিপত্য। তিনি মাদকের গডফাদার উপজেলা তাঁতী লীগ সভাপতি মো. নুরুল ইসলাম, মাদক কারবারি জুয়েল রানাসহ বেশ কয়েকজন মিলে একটি সিন্ডিকেট গড়ে তুলেছেন।

এদিকে, চলতি বছরের ১২ই জানুয়ারি হামলার শিকার হন আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স আব্দুল হাকিম পিন্টু। ২৩শে জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ হত্যাকাণ্ডে ওমর সিন্ডিকেট জড়িত থাকলেও পরিকল্পিতভাবে তার রাজনৈতিক প্রতিপক্ষ মামলায় ফাঁসিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এ হত্যাকাণ্ডে নিহতের বাবা মো. হুমায়ুন বাদী হয়ে গত ২৪শে জানুয়ারি সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে নিহতের স্ত্রী পারভীন বেগম বাদী হয়ে ৪ঠা মার্চ চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আরেকটি মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে প্রয়াজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। এ মামলায় প্রধান আসামি করা হয়েছে চরবাগডাঙ্গা ইউপি সদস্য মো. জুয়েল রানাকে। অন্য আসামিরা সবাই চরবাগডাঙ্গা ইউনিয়নের বাসিন্দা ও ওমর গ্রুপের লোক। সদর মডেল থানার ওসি মো. মতিউর রহমান জানান, তার বিরুদ্ধে বিস্ফোরক আইনের দু’টি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্ফোরক আইনের দু’টি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status