বাংলারজমিন
নরসিংদীতে আন্দোলনে শহীদ পরিবারের মাঝে চেক বিতরণ
নরসিংদী প্রতিনিধি
(২ দিন আগে) ১৬ এপ্রিল ২০২৫, বুধবার, ৫:৫৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:৫৫ অপরাহ্ন

নরসিংদীতে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত পরিবারের মাঝে চেক বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ২০টি পরিবারের মাঝে ২ লাখ টাকা করে চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল ওহাব রাশেদ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রাশেদ হোসেন চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন এডিসি জেনালের আবু তাহের সামছুজ্জামান, (শিক্ষা ও আইসিটি) নাজমুল হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার সহ. কমিশনার মেহেদি হাসান পাটোয়ারী, সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন ভুঁইয়া, জেলা পরিষদের হিসাব রক্ষক কর্মকর্তা প্রমুখ।
মাধবদীর শহিদ জাহাঙ্গীরের পিতা মজিদ মিয়া ও স্ত্রী সীমা, শেখেরচরের আনোয়ার মিয়ার মা রুবিনা বেগম, সদরের শাওন মিয়ার মা হাসিনা বেগম, আবদুর রহমান এর স্ত্রী সায়েমা আক্তার, সদরের সুমন মিয়ার মা আমিনা বেগম, সদরের আজীজুল এর পিতা আলমাছ, সদরের তাহমিদ ভুইয়ার পিতা মো. রফিকুল ইসলাম,শিবপুরের মো. সিয়াম এর মা মরিয়ম বেগম,তামিদ হৃদয়ের পিতা তমিজ উদ্দিন মীর ও মা রুমি আক্তার, মো. সুজন মিয়ার মা সালেহা বেগম, পলাশের ইমন এর পিতা কায়েম মিয়া, আমজাদ এর পিতা আরমান খা ও মা দেলোয়ারা বেগম, মো. রুস্তম এর পিতা মাঈনুদ্দিন, রায়পুরার সজিব সরকারের পিতা হালিম সরকার, রাহাত হোসেন শরীফ এর পিতা মো. সেলিম, মো. হাসান এর পক্ষে রহমতুল্লাহ, জিন্নাহ মিয়ার পিতা জাকির হোসেন, জুনায়েদ এর পিতা আনোয়ার হোসেন, বেলাব এর রাসেল মিয়ার পিতা হাসেন আলী, কামাল মিয়ার স্ত্রী ফাতেমা খাতুন এর মাঝে জেলা পরিষদ হতে দুই লক্ষ টাকা অনুদানের চেক বিতরণ করা হয়। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি আহত ছাত্র নেতা গোলাম রেশাদ তমাল, ফাহিম ভুইয়া রাজ অভি, আলাভি খান, সোহান হায়দার সনোসহ অনেকে।