অনলাইন
কবিতা
নববর্ষের বয়ান
শহীদুল্লাহ ফরায়জী
(১ সপ্তাহ আগে) ১৩ এপ্রিল ২০২৫, রবিবার, ১০:০৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২৮ পূর্বাহ্ন

হাজার বছর ধ’রে সূর্য ওঠে,
এটা নববর্ষ নয়
গভীর আত্মবোধের অগ্নিশিখায়
সূর্য উঠলেই নববর্ষ হয়।
নববর্ষে শুনতে পাই
আত্মার-পায়ের ধ্বনি,
দেখতে পাই
আকাশের তারায় তারায়
মহত্বের পঙক্তি।
কোনোকালেই নববর্ষ নতুন নয়,
আত্মজাগরণ ও চেতনার
সূর্য যখন আত্মায় দীপ্তি ছড়ায়—
তখনই নববর্ষ হয়।
সূর্য উঠলেই আলো আসে না
যদি বিবেকের আকাশে না ওঠে;
গাছের ফুলে আমার কী লাভ
যদি হৃদয়ে ফুল না ফোটে।
নববর্ষ কেবলই কোনো তারিখ নয়,
চেতনা পুড়েই
নৈতিক নবজাগরণের জন্ম হয়,
আত্মজ্ঞানের বেদিতে
নৈবদ্য দিলেই নববর্ষ হয়।
মানবসত্তা ক্রমবর্ধমান গভীরতায়
অবিরাম নববর্ষ নিয়ে যায়
গর্বিত উচ্চতায় ।
পাঠকের মতামত
আমার ক্ষুদ্র জ্ঞানে আপনার লিখার মন্তব্য করার সাহস নেই। তবুও বলি আপনার লিখা চলতে থাকুক
এমনই নববর্ষ হৃদয়ে আনুক হর্ষ
ফরায়জী ভাই, কবিতাটা দারুন হয়েছে....!
কবির কবিতা সব সময়ই আপ্লুত করে।
শিক্ষনীয় বয়ান- চিন্তার সুস্থতায় ও মনের শুভ্রতায় বিকশিত হতে- কবিতার পংক্তি মালা মানুষকে উদ্দীপ্ত করবে।
মানবজাতি, মনুষ্যত্ব, মানবিকতা এবং নৈতিক মূল্যবোধের দৃষ্টান্ত "নর্ববর্ষের বয়ান"। শুভ নববর্ষ, দাদা।