বাংলারজমিন
সিংড়ায় আওয়ামী লীগের বিরুদ্ধে ভাঙচুর-লুটপাটের অভিযোগ
সিংড়া (নাটোর) প্রতিনিধি
১৪ এপ্রিল ২০২৫, সোমবারনাটোরের সিংড়ায় বিএনপি নেতার ডাকা সালিশে যাওয়ার জেরে শফিকুল ইসলাম ও রহেদ আলী নামে দু’জনের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে। শনিবার সন্ধ্যার দিকে উপজেলার ইতালি ইউনিয়নের মানিকদিঘী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মানিকদিঘী গ্রামের পাকুরিয়া ওয়ার্ড বিএনপি’র যুগ্ম সম্পাদক শামসুল সরকারকে তুচ্ছ ঘটনার জেরে মারধর করে আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী। পরে সমাধানের লক্ষে বিএনপি নেতা ১ নম্বর ওয়ার্ড সদস্য জাহাঙ্গীর আলমের ডাকা সালিশে যাওয়ায় শনিবার বিকাল ৩টার দিকে শফিকুল ও রহেদের বাড়িতে স্থানীয় আওয়ামী লীগ নেতা দুলাল ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে হামলা চালায় প্রায় ২০-২৫ জন লোক। ভুক্তভোগী শফিকুল ও রহেদ বলেন, কাটাকাটির একপর্যায়ে দুলাল ও জাহাঙ্গীর জামতলি বাজারে বিএনপি নেতা শামসুলকে মারধর করে। শামসুলের ডাকা সালিশে আমরা পাকুরিয়া বাজারে যাই। এর জেরে দুলাল ও জাহাঙ্গীরের লোকজন আমাদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করে। শফিকুলের স্ত্রী রশিদা বেগম (৩৫) বলেন, আমার স্বামীকে বাড়িতে না পেয়ে আমাকে মারধর করে বাড়ির সব জিনিসপত্র ভাঙচুর ও গরু বিক্রি করার নগদ ১ লাখ টাকা নিয়ে যায়। দুলাল ও জাহাঙ্গীর অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা এ ঘটনার সঙ্গে জড়িত নই। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। এ ঘটনাটি কে বা কারা ঘটিয়েছে জানা নেই।
সিংড়া থানার ওসি আসমাউল হক বলেন, বিষয়টি ফোন কলে জানতে পেরেছি। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি।