ঢাকা, ১৬ এপ্রিল ২০২৫, বুধবার, ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ শাওয়াল ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

ফেনীর আদালতে বাদীর ওপর হামলা, আইনজীবীসহ আহত ৫

ফেনী প্রতিনিধি
১৪ এপ্রিল ২০২৫, সোমবার
mzamin

ফেনীতে আদালতের এজলাসের কক্ষের দরজায় বাদীর ওপর হামলা করা হয়। বিবাদীর হামলায় আইনজীবীসহ অন্তত পাঁচজন আহত হয়েছে। গতকাল দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে হামলায় জড়িত দু’জনকে আটক করে আদালতে সোপর্দ করে পুলিশ। পরে মুচলেকা দিয়ে ছাড়া পায় হামলাকারীদের। আহতরা হলেন- বাদী মর্জিনা আক্তার, তার স্বামী ছেরাজুল হক, ছেলে এমদাদুল হক শাকিব ও এনামুল হক সজিব এবং বাদীর আইনজীবী জাহাঙ্গীর আলম নান্টু। আদালত সূত্র জানায়, ভূমি সংক্রান্ত বিরোধের জেরে সোনাগাজী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসস্ট্যান্ড সংলগ্ন বদরউদ্দিন ভূঞা বাড়ির ছেরাজুল হকের স্ত্রী মর্জিনা আক্তার একই বাড়ির আজিজুল হক ও তার সহযোগীদের বিরুদ্ধে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৫ ধারায় মামলা দায়ের করেন। রোববার দুপুরে আদালতে হাজির হন উভয় পক্ষ। একপর্যায়ে মর্জিনার ওপর হামলা করেন বিবাদী আজিজুল ও তার সহযোগীরা। এ সময় মর্জিনাকে বাঁচাতে এলে তার স্বামী ও দুই ছেলেকে বেধড়ক পেটায় হামলাকারীরা। এ সময় তাদেরকে রক্ষা করতে এলে বাদী পক্ষের আইনজীবীও হামলার শিকার হন। মর্জিনা আক্তার বলেন, আদালতে মামলা দায়েরের পর মামলাটি তুলে নেয়ার জন্য বিবাদীরা বারবার হুমকি দিয়ে আসছিল। তারই ধারাবাহিকতায় রোববার দুপুরে আদালতের বারান্দায় ফের হুমকি দিলে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এ সময় আজিজুল হক, তার ছেলে আমজাদ হোসেন সুমন, আফজাল হোসেন সুজনসহ ১০-১২ জন সহযোগী আমার ওপর হামলা করে। পরে আইনজীবী তাদের বাধা দিলে তারা আইনজীবীর ওপরেও হামলা করে। পরে পুলিশ সদস্যরা তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বিষয়টি অস্বীকার করে আজিজুল হক বলেন, মামলার বিষয় নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে ছেরাজ ও তার ছেলেরা উল্টো আমার ওপর হামলা করে। এতে তিনি ও তার দুই ছেলে আহত হয়েছেন। হামলার ঘটনায় তিনিও মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান। বাদী পক্ষের আইনজীবী জাহাঙ্গীর আলম নান্টু বলেন, আসামিদের দাবি অনুযায়ী মামলা প্রত্যাহার না করায় এ হামলার ঘটনা ঘটে। আইনজীবী ও পুলিশের সহযোগীতায় বাদী ও তার পরিবার প্রাণে রক্ষা পেয়েছেন। হামলায় আইনজীবীও কিছুটা আহত হয়েছেন। ফেনী আদালত পুলিশের পরিদর্শক (ওসি) মাজহারুল করিম বলেন, হামলায় জড়িত আমজাদ হোসেন সুমন ও আফজাল হোসেন সুজনকে ঘটনাস্থল থেকে আটক করে আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত মুচলেকা নিয়ে তাদেরকে সতর্ক করে ছেড়ে দেন।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status