খেলা
২ রানে ২ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
(১ সপ্তাহ আগে) ১৩ এপ্রিল ২০২৫, রবিবার, ৫:০২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৫ পূর্বাহ্ন

আয়ারল্যান্ডের দেয়া ২৩৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২ রানেই ২ উইকেট হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। উইকেটে টিকে আছেন অধিনায়ক নিগার সুলতানা এবং শারমিন আক্তার। ৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে মাত্র ৯ রান।
এর আগে লাহোরে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩৫ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেন লরা ডেলানি।
বাংলাদেশকে ২৩৬ রানের টার্গেট আয়ারল্যান্ডের
প্রথম ইনিংসের শুরুতে আয়ারল্যান্ডের টপ অর্ডারের তিন ব্যাটারকে ফিরিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে রেখেছিল নাহিদা আক্তার, জান্নাতুল ফেরদৌসরা। তবে চতুর্থ উইকেট জুটিতে প্রতিরোধ গড়েন আইরিশ ব্যাটার অরলা পেন্ডারগেস্ট ও লরা ডেলানি। দুজনের জুটিতে সহজেই দলীয় ১৫০ রান পার করে যায় আয়ারল্যান্ড। রাবেয়া খাতুনের ওভারে ব্যক্তিগত ৪১ রানে ফেরেন অরলা । ৪১ ওভার শেষে আয়ারল্যান্ড রান তোলে ৪ উইকেটে ১৮০। মিডল অর্ডারের ব্যাটার লরা ডেলানি নিজের ষষ্ঠ ওয়ানডে অর্ধশতকের দেখা পান। ফাহিমা খাতুনের বলে ফিরে যাওয়ার আগে লরা খেলেন ৭৫ বলে ৬৩ রানের ইনিংস। ৪৩ ওভারে আয়ারল্যান্ড তুলতে পারে ১৯৩ রান। ৪৪.২ বলে ২০০ রান টপকে যায় আইরিশ ব্যাটাররা। শেষে ক্রিস্টিনা এবং কেলির জুটি থেকে আয়ারল্যান্ড পায় ২০ রান।
এদিনের ম্যাচে সবকটি উইকেটই নেন বাংলাদেশের স্পিনাররা। রাবেয়া খান তিনটি, ফাহিমা খাতুন দুইটি এবং জান্নাতুল ফেরদৌস নেন একটি উইকেট।
আয়ারল্যান্ডের বিপক্ষে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ
আসন্ন নারী বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে টস হেরে বোলিংয়ে নেমেছে নাহিদা আক্তার, জান্নাতুল ফেরদৌসরা। ২৬ ওভার শেষে তিন উইকেট হারিয়ে আইরিশরা পৌঁছেছে দলীয় ১১৫ রানে।
৮ বল খেলে ৪ রান করে রান আউট হন ওপেনার সারা। এই ওপেনারের বিদায়ে চতুর্থ ওভারে মাত্র ৬ রানের মাথায় ভাঙে আয়ারল্যান্ডের উদ্বোধনী জুটি। তবে শুরুর সেই ধাক্কা সামাল দেন লুইস ও অ্যামি হান্টার। দ্বিতীয় উইকেট জুটিতে তারা যোগ করেন ৫০ রান। অধিনায়ক লুইস ফেরেন ৪৩ বলে ২৪ রান করে। অ্যামি হান্টার রান আউট হন ব্যক্তিগত ৩৩ রানে। বাংলাদেশের ডানহাতি অফস্পিনার জান্নাতুল ফেরদৌস নিয়েছেন একটি উইকেট।
এর আগে প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে সহজ জয় তুলে নেয় টাইগ্রেসরা। সে ম্যাচে ব্যাট হাতে দেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। শারমিন আক্তার সুপ্তাকে নিয়ে গড়লেন সর্বোচ্চ রানের জুটি। বিশ্বকাপে খেলতে হলে বাকি চার ম্যাচের তিনটিতেই ম্যাচ জিততে হবে নিগার সুলতানা, নাহিদা আক্তারদের।