বিশ্বজমিন
যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধ, কী বলছে চীনের সংবাদমাধ্যম
মানবজমিন ডেস্ক
(১ সপ্তাহ আগে) ১১ এপ্রিল ২০২৫, শুক্রবার, ১০:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৭ পূর্বাহ্ন

চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক যুদ্ধ শেষ হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এতে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জনগণকে আশ্বস্ত করতে এবং আগামী অর্থনৈতিক অস্থিরতার জন্য প্রস্তুত থাকার বার্তা পাঠাচ্ছে। এ খবর দিয়ে অনলাইন বিবিসি বলছে, আজ শুক্রবার চীনের শীর্ষ স্থানীয় দলীয় সংবাদপত্র পিপলস ডেইলি ‘চীনে বিশ্বাস করুন, আগামীকাল বিশ্বাস করুন’ শিরোনামে প্রথম পৃষ্ঠায় মন্তব্য প্রতিবেদন প্রকাশ করেছে। এর মধ্যে উদ্ভাবন, বাজার সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে যে দেশটি ‘ইতিহাসের ডান দিকে দাঁড়িয়ে আছে। ঝড়ের পরে স্থিতিশীল চীনা অর্থনীতি আরও শক্তিশালী হবে’। জাতীয়তাবাদী অবস্থানের জন্য পরিচিত গ্লোবাল টাইমস তাদের সর্বশেষ সম্পাদকীয়তে একই রকম লাইন ব্যবহার করে শিরোনাম দিয়েছে: দৃঢ় মনোবল নিয়ে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে চীন। ইংরেজি ভাষার সংবাদমাধ্যম চায়না ডেইলি কড়া ভাষায় সমালোচনা করেছে যুক্তরাষ্ট্রের। তারা বলেছে, ওয়াশিংটন লুটপাটের চেষ্টা করছে। এর বিরুদ্ধে বিশ্বকে একসাথে কাজ করার আহ্বান জানানো হয় এতে। বলা হয়, যদি পুরো বিশ্ব শুল্কের কাছে নতি স্বীকার করে, তাহলে (বিশ্ব বাণিজ্য সংস্থার) কাঠামোর অধীনে থাকা বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়বে এবং দুর্বলদের সুযোগ নেয়ার জন্য অবাধে লড়াই শুরু হবে।