বিশ্বজমিন
হুথিদের জ্বালানি বন্দরে যুক্তরাষ্ট্রের বিমান হামলা, নিহত ৩৮
মানবজমিন ডেস্ক
(১ দিন আগে) ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ১০:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৫ পূর্বাহ্ন

ইয়েমেনে হুথিদের একটি জ্বালানি বন্দর লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে হুথি নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম আল মাসিরাহ টিভি। এতে বলা হয়েছে, মার্কিন হামলায় আহত হয়েছেন আরও ১০২ জন।
অনলাইন স্কাই নিউজ বলছে, যদি হতাহতের খবর সত্য হয়, তাহলে গত মাসে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথিদের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সামরিক অভিযান শুরুর পর এটাই সবচেয়ে বড় হতাহতের ঘটনা।
লোহিত সাগরে হুথিদের হামলা বন্ধ না হলে তাদের ওপরও হামলা অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। এখানে বলে রাখা ভালো যে, ২০২৩ সালে গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরাইল হামলা শুরুর পর থেকে লোহিত সাগরে ইসরাইলগামী পণ্যবাহী জাহাজকে লক্ষ্যবস্তু করছে হুথিরা। গাজায় ইসরাইলের হামলার প্রতিবাদে লোহিত সাগরে হামলা করা হয়েছে বলে জানিয়েছে তারা। তবে এ বছরের শুরুতে হামাস-ইসরাইল যুদ্ধবিরতি শুরু হওয়ার পর ওই হামলা বন্ধের ঘোষণা দেয় ইরান সমর্থিত ওই গোষ্ঠীটি। পরে মার্চ থেকে ইসরাইল পুনরায় হামলা শুরু করার পর থেকে লোহিত সাগরে হামলার বিষয়ে কিছু বলেনি তারা।
এক্সের এক পোস্টে মার্কিন কেন্দ্রীয় কমান্ড বলেছে, হুথিদের অর্থনীতি ধ্বংস করতেই সর্বশেষ হামলাটি চালানো হয়েছে। হুথিদের জন্যই ইয়েমেনে শান্তি শৃঙ্খলা নষ্ট হচ্ছে বলে দাবি করেছে তারা। তবে এই হামলা হুথিদের পরাধীনতার জোয়াল ত্যাগ করে যারা শান্তিতে বসবাস করতে চায় তাদের জন্য ছিল না। যদিও সর্বশেষ হামলার হতাহতের সংখ্যা নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
উল্লেখ্য, লোহিত সাগরে বাণিজ্যিক ও সামরিক জাহাজের ওপর হুথিদের হামলার জবাবে বাইডেন প্রশাসনও একাধিকবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।