বিশ্বজমিন
ইরানের বিরুদ্ধে কী বি-২ যুদ্ধবিমান ব্যবহার করবে যুক্তরাষ্ট্র!
মানবজমিন ডেস্ক
(১ সপ্তাহ আগে) ১০ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৯:৩৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৮:২৪ অপরাহ্ন

মার্চে ভারত মহাসাগরে মার্কিন-বৃটিশ যৌথ সামরিক ঘাঁটিতে আমেরিকান বি-২ বোমারু বিমান মোতায়েন করে যুক্তরাষ্ট্র। পারমানবিক কর্মসূচী নিয়ে ইরানের সঙ্গে বিরোধের মধ্যেই ওই বোমারু বিমান মোতায়েন করে দেশটি। ওই বিমান মোতায়েন ইরানের জন্য সতর্কবার্তা ছিলো কিনা এ বিষয় জিজ্ঞাসা করা হলে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন- এটি ইরানের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। ভারত মহাসাগরের দ্বীপ দিয়াগো গার্সিয়াতে ছয়টি বোমারু বিমান মোতায়েন করা হয়। ইয়েমেনে বোমা বর্ষণ ও ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই ওই বিমান মোতায়েন করা হয়। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীতে মাত্র ২০ টি বি-২ বিমান আছে। এই বিমান ৩০ হাজার পাউন্ডের জিবিইউ-৫৭ ম্যাসিভ অর্ডন্যান্স পেনিট্রেটর বহনে সক্ষম। জিবিইউ-৫৭ একটি পারমাণবিক অস্ত্র। মাটির অনেক গভীরে কোনো টার্গেটকে এই অস্ত্র পুরোপুরি ধ্বংস করে দিতে পারে। বিশেষজ্ঞরা মনে করেন, ইরানের পারমাণবিক অবকাঠামোকে টার্গেট করতে যুক্তরাষ্ট্র এই বোমা ব্যবহার করতে পারে।
এই বোমা মোতায়েনের মাধ্যমে ইরানকে সতর্কবার্তা দেয়া হচ্ছে কিনা প্রশ্ন করা হলে হেগসেথ বলেন, এটি একটি দুর্দান্ত সম্পদ। এর মাধ্যমে সকলের কাছেই একটি বার্তা যায়। পানামা সফরকালে সাংবাদিকদের এমন তথ্য দেন তিনি। আরও বলেন, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প শুরু থেকেই পরিষ্কার বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ইরান কোনো পারমানবিক বোমার অধিকারী হতে পারবে না। হেগসেথ বলেন, আমরা আশাবাদী ট্রাম্প শান্তিপূর্ণ উপায়ে বিষয়টি নজরদারি করবেন। সোমবার ট্রাম্প এক আকস্মিক ঘোষণা দেন। তিনি বলেন, শনিবার পারমানবিক কর্মসূচী বিষয়ে সরাসরি আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র ও ইরান। ট্রাম্প সতর্ক করে বলেন, আলোচনা ব্যর্থ হলে ইরান কঠিন বিপদের সম্মুখীন হবে। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাম্পের দাবির বিরোধিতা করেছে ইরান। দেশটির তরফ থেকে বলা হয়, পারমানবিক কর্মসূচী বিষয়ে ওমানে দুই দেশের মধ্যে পরোক্ষ আলোচনা হবে। বুধবার ইরানকে হুমকির বিষয়টি পুনরাবৃত্তি করেন ট্রাম্প। তিনি বলেন, আমি বেশি কিছু চাই না। তবে ইরান পারমানবিক অস্ত্রধারী দেশ হতে পারবে না। তবে ঠিক কবে সামরিক পদক্ষেপ নেয়া হবে সে বিষয়ে বিস্তারিত তথ্য দিতে অস্বীকৃতি জানান তিনি।
পাঠকের মতামত
আমেরিকা পারমানবিক অস্ত্রের মালিক হতে পারলে ইরান পারবে না কেন?
ইরান অর্থনৈতিক ভাবে বিধ্বস্ত একটি দেশে পেটে পাথর বেঁধে পারমাণবিক অস্ত্র তৈরী করার কোন যৌক্তিকতা নাই ইসলামী জোশ দিয়ে আধুনিক যুদ্ধে জেতা যায়না।
কারণ ওদের কপালে শাস্তি আছে। তাই ইরানকে পারমাণবিক শক্তি সঞ্চয় করতে দিবে না।
কেন? ইরান পারবেনা কেন?