বাংলারজমিন
ঠাকুরগাঁওয়ের বাংলাদেশি ২ যুবককে আটক করেছে বিএসএফ
স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও থেকে
১১ এপ্রিল ২০২৫, শুক্রবারঅবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করায় ঠাকুরগাঁওয়ের দুই বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ৭ টার দিকে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার নাগর ভিটা ক্যাম্পের সীমানা অতিক্রম করে ভারতের ৫০০ গজ ভিতরে ঢুকলে তিনগাও ক্যাম্পের বিএসএফ তাদের আটক করে নিয়ে যায়। বিষয়টি বৃহস্পতিবার রাত পৌনে ৮ টার দিকে নিশ্চিত করেন ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজীর আহম্মদ। আটক দুই যুবক হলেন - বালিয়াডাঙ্গী উপজেলার মশালডাঙ্গী এলাকার তসলিম উদ্দিনের ছেলে মো. ইব্রাহিম (৪৫) ও জাহিদুর রহমানের ছেলে মো. আব্দুল হামিদ (৩২)।
ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজীর আহম্মদ বলেন, বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে বাংলাদেশের নাগর ভিটা ক্যাম্প পার হয়ে ভারতের ৫০০ গজ ভিতর থেকে ওই দুই যুবককে আটক করে নিয়ে যায় বিএসএফ। আটক দুই যুবক চোরাকারবারি লিস্টেড সদস্য। তবে তারা কি কারণে ভারতে অনুপ্রবেশ করেছে তা এখনো জানা যায়নি। আমরা তিনগাও ক্যাম্পের বিএসএফ সাথে যোগাযোগ করছি তাদের ফেরত আনার জন্য।