ঢাকা, ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ শাওয়াল ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

গলাচিপার সেই ইউএনওকে বদলি

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
১১ এপ্রিল ২০২৫, শুক্রবার

পটুয়াখালীর গলাচিপা উপজেলার সেই ইউএনও মিজানুর রহমানকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) সোহরাব হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। টানা ছয় দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও অবস'ান কর্মসূচির পর অবশেষে সফল হলো গলাচিপার ছাত্র-জনতার দাবি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমানকে গলাচিপা থেকে বদলি করে বরগুনার পাথরঘাটা উপজেলায় পদায়ন করা হয়েছে। একই সঙ্গে পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলার ইউএনও মো. আব্দুল কাইয়ুমকে গলাচিপার নতুন ইউএনও হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে, ইউএনও মিজানুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা, সরকারি অর্থ আত্মসাৎ, আওয়ামী লীগের পুনর্বাসন ও রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ এনে আন্দোলনে নামে শিক্ষার্থী ও সাধারণ জনগণ। এছাড়াও খাদ্য বান্ধব ডিলার ও ওএমএস ডিলার নিয়োগে অনিয়ম ও টাকা লেনদেনর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হয়। পরবর্তীতে ডিলার নিয়োগ বাতিল করে পুনরায় লটারির মাধ্যমে নতুন ডিলার নিয়োগ দেয়া হয়। গত ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই আন্দোলন ধাপে ধাপে ছড়িয়ে পড়ে সর্বস্তরের মানুষের মাঝে। পরবর্তীতে গত (১৭ মার্চ) ছিল চূড়ান্ত আন্দোলন, যেদিন শহরের জৈনপুরী খানকা ময়দান থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা পরিষদের সামনে গিয়ে অবস'ান নেয়। সেখান থেকে ইউএনও’র অপসারণের জোর দাবি জানানো হয়।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status