বাংলারজমিন
সীতাকুণ্ডে প্রতিবন্ধীর ঘর পুড়ে ছাই
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
১১ এপ্রিল ২০২৫, শুক্রবারসীতাকুণ্ডের ছোটদারোগাহাটের পূর্বলালানগর গ্রামের ইব্রাহিম বাড়ির প্রতিবন্ধী শাহেনা আক্তার প্রকাশ শানুর ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। গত বুধবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। দশ বছর আগে শাহানারা স্বামী থেকে বিচ্ছেদ হয়ে গেলে বাবার বাড়িতে ২ মেয়ে নিয়ে আশ্রয় নেন। সেখানে পিতার দেয়া জায়গায় একটি ঘর বানিয়ে দুই মেয়েকে নিয়ে বহু কষ্টে জীবন যাপন করছিলেন। কিন' ভাগ্যের কি নির্মম পরিহাস, শেষ পর্যন্ত সেই ঘরটিও আগুনে পুড়ে ছাই হয়ে গেল। এখন তার আশ্রয় বা মাথা গোঁজার কোন জায়গা নেই।
এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে উপজেলা জামায়াতের নেতৃবৃন্দরা ও বিএনপির নেতৃবৃন্দরা ঘটনাস'ল পরিদর্শন করেছেন। অপরদিকে উপজেলা জামায়তের সাবেক আমির ও সমাজসেবক মাওলানা তাওহীদুল হক চৌধুরী ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছে।