বাংলারজমিন
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
১১ এপ্রিল ২০২৫, শুক্রবারচট্টগ্রামের সীতাকুণ্ডে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। স'ানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গুপ্তাখালী গ্রামের বাসিন্দা আবু তাহেরের ছেলে যুবলীগ নেতা মো. মুসলিম উদ্দিন (৪০) একসময় আনসার বাহিনীতে চাকরি করতেন। পরে এলাকায় একটি পেপার কারখানা প্রতিষ্ঠিত হলে তিনি সেখানে ব্যবসা শুরু করেন। এ নিয়ে কয়েকজন স'ানীয় ব্যবসায়ীর সঙ্গে তার দ্বন্দ্ব তৈরি হয়। সমপ্রতি সেই দ্বন্দ্ব চরমে পৌঁছায় বলে স'ানীয়রা জানিয়েছেন। এরই জেরে গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে গুরুতর হত করার পর স'ানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ৭টার দিকে হাসপাতালে মারা যান। হত্যার বিষয়ে জানতে ওসি মুজিবুর রহমানকে ফোন করলে তিনি পরে কথা বলবেন বলে লাইন কেটে দেন।
উল্লেখ্য, এর আগে গত ২৬ মার্চ ইফতারের পর নিজ বাড়ির আঙিনায় উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মো. নাছির উদ্দিনকেও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।