ঢাকা, ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ শাওয়াল ১৪৪৬ হিঃ

খেলা

শরিফুলের ৬ উইকেট, সৌম্য ও নাসিরের ফিফটি

স্পোর্টস রিপোর্টার
১১ এপ্রিল ২০২৫, শুক্রবার
mzamin

আগের দিন পারিশ্রমিক ইস্যুতে ম্যাচ বয়কটের হুমকি দেন পারটেক্স স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা। তবে গতকাল যথারীতি মাঠে দেখা যায় পুরো দলকে। অবশ্য তাতেও রক্ষা হয়নি পারটেক্সের। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে তারা। মিরপুরে লড়াই করে বৃষ্টি আইনে লিজেন্ডস অফ রূপগঞ্জের বিপক্ষে হেরেছে ব্রাদার্স ইউনিয়ন। বল হাতে লিজেন্ডসের জয়ের নায়ক শরিফুল ইসলাম। ব্যাট হাতে রান পেয়েছেন সৌম্য সরকারও। একই দিনে ফিফটি করলেও রূপগঞ্জ টাইগার্সকে জেতাতে পারেননি নাসির হোসেন। 

বড় হার পারটেক্সের
ঢাকা প্রিমিয়ার লীগের ম্যাচে গতকাল বিকেএসপির চার নম্বর মাঠে পারটেক্সকে ১৭০ রানে হারায় গাজী গ্রুপ। আগে ব্যাট করে ৭ উইকেটে ৩০২ রানের বড় সংগ্রহ তোলে গাজী গ্রুপ। অধিনায়ক এনামুল হক ৯০ বলে নয় চারের সাহায্যে ৭৮ রানের ইনিংস খেলেন। সাব্বির  শিকদার করেন ৬৫ বলে ৬৪ রান। আর শামীম মিয়া ৫৩ বলে চারটি চার ও দুই ছক্কায় খেলেন ৫৩ রানের ইনিংস। রান তাড়ায় ৩১.৫ ওভারে ৯ উইকেটে ১৩২ রানে থামে পারটেক্স স্পোর্টিং ক্লাব। 

পারটেক্সের ওপেনার ও উইকেটরক্ষক আদি করেন সর্বোচ্চ ৫৩ রান। গাজী গ্রুপের হয়ে শামীম মিয়া, ওয়াসি সিদ্দিকী ও তোফায়েল আহমেদ দুটি করে উইকেট নেন। ১০ ম্যাচে ৭ জয়ে টেবিলের ৩ নম্বরে গাজী গ্রুপ আর সমান ম্যাচে ২ জয় পাওয়া পারটেক্স আছে ১১ নম্বরে। 

রূপগঞ্জ টাইগার্সকে হারালো ধানমণ্ডি
নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা নাসির হোসেন দ্বিতীয় ম্যাচেই পেলেন ফিফটির দেখা। কিন্তু তার দল রূপগঞ্জ টাইগার্স ৫ উইকেটে হেরে গেছে ধানমণ্ডি স্পোর্টস ক্লাবের বিপক্ষে। গতকাল বিকেএসপির তিন নম্বর মাঠে রূপগঞ্জ টাইগার্স আগে ব্যাট করে ৭ উইকেটে ২৮০ রান তোলে। দুই বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ডিপিএলে দ্বিতীয় ম্যাচ খেলতে নামা নাসির হোসেন ৮৪ বলে ৭৭ রানের ইনিংস খেলেন।  আসাদুল্লাহ আল গালিব ৬৫ রান করেন। এছাড়া আরিফুল হক করেন ৪৮ রান। 

রান তাড়ায় ১৭ বল বাকি রেখেই জয় পায় ধানমণ্ডি। মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন অধিনায়ক নুরুল হাসান সোহান। ৯৫ বলে ৯৭ রানের ইনিংসে হাঁকান ৯টি চার ও ২টি ছক্কা। এছাড়া দলটির ওপেনার আজমির ৩০ বলে ৪০ রানের ইনিংস খেলেন। তিনে নামা ফজলে রাব্বি ৪৭ রান করেন। ৪০ বলে ৫৫ রানের হার না মানা ইনিংস খেলেন ইয়াসির আলী রাব্বি। ৮ পয়েন্ট নিয়ে তালিকার অষ্টম স্থানে রয়েছে ধানমণ্ডি। ৫ পয়েন্ট নিয়ে রূপগঞ্জ টাইগার্সের অবস্থান নবম।

বৃষ্টি আইনে জয় লিজেন্ডসের
একই দিনে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নকে বৃষ্টি আইনে ১০ রানে হারায় লিজেন্ডস অফ রূপগঞ্জ। আগে ব্যাটিং করে ৯ উইকেটে ২৭৭ রান করেন তারা। তিনে ব্যাট করা সৌম্য সরকার ৮০ রান করেন। ৭৯ বলের ইনিংসে তিনি আটটি চার ও দুটি ছক্কা মারেন। আর চারে নামা মাহমুদুল হাসান ৫৯ রান করেন। জাকের আলীর ব্যাট থেকে আসে ৪৪ রানের ইনিংস। জবাবে ব্রাদার্স ইউনিয়ন ৪৮.৪ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬০ রান তোলে। শেষ ৮ বলে ১৮ রান দরকার ছিল তাদের। বাঁহাতি পেসার শরিফুল ইসলামের তোপের মুখে প্রথমদিকের ব্যাটাররা খুব বেশি কিছু করতে না পারলেও শেষদিকে পেসার সুমন খান ২৫ বলে ৩৪ রানের ইনিংস খেলে দলকে জয়ের আশাও দিচ্ছিলেন। কিন্তু তখন বৃষ্টি নামায় খেলা বন্ধ হয়ে যায়। এরপর বৃষ্টি আরও বাড়লে এক পর্যায়ে বৃষ্টি আইনে লিজেন্ডস অফ রূপগঞ্জকে জয়ী ঘোষণা করা হয়। ব্রাদার্সের হয়ে ওপেনার মাহফিজুর ইসলাম ৭৬ রান করেন। আইস মোল্লা ৪৭ ও মাইসুকুর ৪৬ রান করেন। লিজেন্ডসদের পেসার শরিফুল ইসলাম ১০ ওভারে ৪০ রান দিয়ে ৬ উইকেট নেন। লীগে ১৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থধানে রয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। ৫ পয়েন্ট নিয়ে দশম স্থানে ব্রাদার্স।
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status