বাংলারজমিন
নারায়ণগঞ্জে কিশোর হত্যায় আসামির যাবজ্জীবন
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে
১১ এপ্রিল ২০২৫, শুক্রবারনারায়ণগঞ্জের ফতুল্লায় মুরাদ নামে এক কিশোরকে হত্যার দীর্ঘ একুশ বছর পর মামলার রায় দিয়েছেন আদালত। রায়ে মাসুম (৪২) নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। গতকাল দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. মোমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেন। তবে রায় দেয়ার সময় সাজাপ্রাপ্ত আসামি মাসুম আদালতে উপস্থিত ছিলেন না। তিনি পলাতক রয়েছেন বলে কোর্ট পুলিশ জানিয়েছে।
জানা গেছে, মাসুম সদর উপজেলার ফতুল্লা থানার তল্লা ছোট মসজিদ এলাকার আব্দুল আহাদের ছেলে। নিহত মুরাদ তল্লা মাদবরবাড়ি এলাকার পনির হোসেনের ছেলে।
আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট খন্দকার আজিজুল হক হান্টু বলেন, ২০০৪ সালের আগস্ট মাসে সাজাপ্রাপ্ত আসামিসহ তার সহযোগীরা মিলে মুরাদ নামে এক কিশোরকে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করে। পরে ওই ঘটনায় মুরাদের মা সাহারা খাতুন বাদী হয়ে ফতুল্লা থানায় হত্যা মামলা করেন। সেই মামলায় দীর্ঘ সময়ের বিচার কার্যক্রম শেষে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত এ রায় ঘোষণা করেন। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, ফতুল্লা থানার দায়ের করা এক কিশোর হত্যা মামলায় আদালত একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার সময়ে সাজাপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিল না।