ঢাকা, ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ শাওয়াল ১৪৪৬ হিঃ

খেলা

রেকর্ড গড়ে সেমিতে এক পা বার্সার

স্পোর্টস ডেস্ক
১১ এপ্রিল ২০২৫, শুক্রবার
mzamin

উয়েফা চ্যাম্পিয়নস লীগের সেমিফাইনালে এক পা দিয়ে রাখলো বার্সেলোনা। বুধবার ঘরের মাঠে কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে বরুশিয়া ডর্টমুন্ডকে ৪-০ গোলে হারায় কাতালানরা। এতে চলতি বছরে অজেয় রূপ ধরো রাখলো স্প্যানিশ দলটি। এ বছর ২৩ ম্যাচ খেলে একটিতেও হারেনি বার্সা । এতে কোচ লুইস এনরিকের এক পঞ্জিকাবর্ষে টানা অপরাজিত থাকার রেকর্ডটি নিজের করে নিলেন হান্সি ফ্লিক। নতুন আঙ্গিকের চ্যাম্পিয়নস লীগে প্রথম পর্বেও দেখা হয় বার্সা ও ডর্টমুন্ডের। ৩-২ গোলে সে ম্যাচ জয়ে বার্সেলোনার কাঠখড় পোড়াতে হলেও এবার জার্মান জায়ন্টরা পাত্তাই পেলো না। অলিম্পিক লুইস স্টেডিয়ামে গোল অভিমুখে ১৮টি শটের মধ্যে এদিন ১০টিই লক্ষ্যে রাখে স্বাগতিকরা। ১৩টির মধ্যে স্রেফ ৩টি শট লক্ষ্যে রাখতে পারে ডর্টমুন্ড। প্রথম সাত মিনিটের মধ্যেই তিনটি বড় সুযোগ তৈরি করে সফরকারীদের চাপে ফেলে দেয় বার্সা। তবে স্বাগাতিকদের আক্রমণ মিলিয়ে যাচ্ছিল হলুদ-কালোদের রক্ষণভাগে গিয়ে। ম্যাচের ২৫তম মিনিটে প্রথম গোলের দেখা পায় কাতালানরা। ফ্রি কিকে ইনিগো মার্টিনেজের হেডে বল পেয়ে যান পাউ কুবারসি। স্প্যানিশ এই ডিফেন্ডারের শট ডর্টমুন্ড গোলকিপার গ্রেগর কোবালের হাতে লাগলেও তা জালের দিকেই এগোচ্ছিল। ছুটে গিয়ে পা ছুঁইয়ে দিয়ে গোলটি নিজের করে নেন রাফিনহা। চ্যাম্পিয়নস লীগের মঞ্চে নিজের প্রথম গোল ভেবে উদযাপনে মাতেন কুবারসি। অভিনন্দনও পান সতীর্থদের থেকে। তবে রিপ্লেতে দেখা যায় গোলটি আদতে ব্রাজিলিয়ান তারকার। চলতি মৌসুমে এটি রাফিনহার ১২তম গোল, বেশি নেই আর কারও। বিরতির আগ পর্যন্ত আরও বেশ কয়েকটি সুযোগ তৈরি করে বার্সা। মাঠে ফিরেই ব্যবধান দ্বিগুণ করেন রবার্ট লেভানদোভস্কি। লামিন ইয়ামালের ক্রস রাফিনহার মাথা ছুঁয়ে চলে যায় লেভার কাছে। ক্রসবারের অনেকটা নিচ থেকেই হেডে জাল খুঁজে নেন এই পোলিশ স্ট্রাইকার। ৬৫তম মিনিটে দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোলটি করেন এই ৩৬ বছর বয়সী তারকা ফুটবলার। ঝাঁপিয়ে পড়েও তার গতিময় শটের নাগাল পাননি কোবেল। নিজের সাবেক ক্লাব ডর্টমুন্ডের বিপক্ষে ২৮ ম্যাচে এটি লেভানদোভস্কির ২৯তম গোল। বার্সার হয়ে শততম গোল করতে তার দরকার মাত্র একটি গোল। ৭৭তম মিনিটে স্কোরলাইন ৪-০ করেন তরুণ তুর্কি লামিন ইয়ামাল। এই জয়ে ২৩ ম্যাচ অপরাজিত থেকে বার্সার হয়ে এক পঞ্জিকাবর্ষে টানা অপরাজিত থাকার নতুন রেকর্ড গড়েন হান্সি ফ্লিক। ২০১৬তে লুইস এনরিকের অধীনে বার্সা অপরাজিত ছিল ২২ ম্যাচ। সেটি ছাড়িয়ে এবার ২৩ ম্যাচ অপরাজিত থাকার নতুন কীর্তি গড়ল ফ্লিকের শিষ্যরা। ফুটবলে অভাবনীয় অনেক কিছুই হয়ে দেখা যায়। তাই সেমিফাইনালের প্রসঙ্গ উঠতেই বার্সা বস বলে ওঠেন, ‘না, না, না, না, আমরা অবশ্যই এখনও সেমিতে পৌঁছাইনি। কেউ জানে না কী হতে পারে.. ফুটবল খুব পাগলাটে খেলা। সেমিতে উঠতে গেলে ডর্টমুন্ডে গিয়েও আজকের মতো খেলতে হবে, ভুল করা যাবে না।’
ফিরতি লেগের খেলা ডর্টমুন্ডের মাঠে আগামী ১৫ই এপ্রিল।

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status