বিশ্বজমিন
বিবাহবিচ্ছেদ গুজব নিয়ে মুখ খুললেন মিশেল ওবামা
মানবজমিন ডেস্ক
(১ সপ্তাহ আগে) ১০ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৭:৫৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ২:৪০ অপরাহ্ন

সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অনুষ্ঠানে অনুপস্থিতি ও বৈবাহিক ঝামেলা নিয়ে গুজবের বিষয়ে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্টলেডি মিশেল ওবামা। মঙ্গলবার প্রকাশিত এক পডকাস্টে তিনি কথা বলেন। উল্লেখ্য, সম্প্রতি তার স্বামী ও সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বিচ্ছেদের আলোচনা নিয়ে চারদিকে গুজব ছড়িয়ে পড়ে। এ বিষয়ে অবশ্য বারাক ওবামা পরিষ্কার করেছেন। তিনি স্বীকার করেছেন- কিছু সমস্যা হয়েছিল। তা মেরামত করছেন। এ প্রসঙ্গে অভিনেত্রী সোফিয়া বুশের সঙ্গে ‘ওয়ার্ক ইন প্রোগ্রেস’ পডকাস্টে মিশেল ওবামা বলেন, প্রাপ্তবয়স্ক দুটি সন্তান আছে তার। হোয়াইট হাউসের বাইরে আট বছর তিনি। এ সময় সন্তানদের নিয়ে অতিবাহিত করছেন। এখন নিজের মতো করে ক্যালেন্ডার নিয়ন্ত্রণ করেন। নিজের জন্য পছন্দের তালিকা করতে পারেন। মিশেল ওবামা বলেন, আমি অনেক বছর আগে এই সিদ্ধান্তগুলো নিতে পারতাম। কিন্তু আমি নিজেকে সেই স্বাধীনতা দেইনি। আমি আমার বাচ্চাদের তাদের নিজস্ব জীবনযাপন করতে দিয়েছি। আমি কেন কিছু করতে পারি না, সে জন্য তাদের জীবনধারাকে অজুহাত হিসেবে ব্যবহার করেছি।
মিশেল আরও বলেন, এখন সেসব বিষয় শেষ হয়েছে। এ জন্য এখন আমি আমার জন্য সময় বের করতে পারি। এ বছর সেটা করেছি। এটাই আমার বড় উদাহরণ। আমার জন্য যেটা উত্তম সেটাকে বেছে নিয়েছি। আমার কি করতে হবে বা আমার কি করতে হবে না- তা নিয়ে অন্যরা কি ভাবছেন তা নিয়ে ভাবিনি। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন। এতে বলা হয়, এ বছর দ্বিতীয় মেয়াদে শপথ নিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। জানুয়ারিতে সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া হয়েছে। এর কোনোটিতেই দেখা যায়নি মিশেল ওবামাকে। সম্প্রতি এসব বিষয় এবং বারাক ওবামার কাছ থেকে তার বিবাহবিচ্ছেদ নিয়ে কিভাবে গুজব তৈরি হয়েছে, তা নিয়েও কথা বলেন। তিনি বলেন, আমি এখনও সময় বের করি। বক্তৃতা দেই। বাইরে থাকি। বিভিন্ন প্রকল্পে কাজ করি। আমি এখনও মেয়েদের শিক্ষার ব্যাপারে আগ্রহী। আপনারা জানেন, এক বছরের মধ্যে লাইব্রেরি চালু হচ্ছে। লোকজন বুঝতে পারেনি যে, আমি নিজের জন্য একটি সিদ্ধান্ত নিচ্ছি- যেটা দিয়ে তাদের ধরে নিতে হবে যে আমার স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদে যাচ্ছি। উল্লেখ্য, মিশেল ওবামা ও বারাক ওবামা একসঙ্গে দাম্পত্য জীবন কাটিয়ে দিচ্ছেন ৩২ বছর ধরে। বারাক ওবামার রাজনৈতিক উচ্চাকাক্সক্ষা ও ওভাল অফিসের সময়টা কিভাবে তাদের দাম্পত্য জীবনের জন্য কঠিন ছিল তা নিয়ে কথা বলেছেন মিশেল। তিনি এ বিষয়ে ‘বিকামিং’ বইয়ে লিখেছেন- এরফলে তার মধ্যে একাকীত্ব ও ক্লান্তি দেখা দিয়েছিল। ওদিকে হোয়াইট হাউস ত্যাগ করার পর ট্রাম্পের প্রচারণার বিরুদ্ধে এবং ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসের পক্ষে গত বছর প্রচারণা চালান বারাক ওবামা।