বাংলারজমিন
পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রণক্ষেত্র রূপগঞ্জ, আহত অর্ধশত, গ্রেপ্তার ১০
স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে
১০ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবারশ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল আর টিয়ারশেল নিক্ষেপে পুরো এলাকা রণক্ষেত্র পরিণত হয়। শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়কে আগুন জ্বালিয়ে ও বিদ্যুতের খুঁটি ফেলে প্রায় তিনঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিক, পথচারী আর শ্রমিকসহ অন্তত অর্ধশত ব্যক্তি আহত হন। আটক করা হয়েছে ১০ নাশকতাকারীকে। বুধবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের আউখাবো এলাকার রবিনটেক্স গার্সেন্টেসে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
শ্রমিক, প্রত্যক্ষদর্শী ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানান, গত ঈদের আগে তৈরি পোশাক কারখানা রবিনটেক্স গার্মেন্টস থেকে ১৬ জন শ্রমিক ছাঁটাই করা হয়। চাকরিতে পুনর্বহালের দাবিতে গত মঙ্গলবার ওই শ্রমিককেরা কারখানার গেটে এসে হট্টগোল করলে গতকাল সকালে বিষয়টি মীমাংসা করার প্রতশ্রুতি দেয়া হয়। সকাল থেকে ওইসব শ্রমিকের সঙ্গে আরও শ্রমিক জড়ো হয়ে আন্দোলন শুরু করেন। একপর্যায়ে তারা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বন্ধ করে দেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে শ্রমিকদের সঙ্গে তাদের ধাওয়া- পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপ শুরু হয়। পুলিশও পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। এতে উত্তেজিত শ্রমিকেরা রাস্তায় বিদ্যুতের খুঁটি ফেলে ও মহাসড়কে আগুন জ্বালিয়ে মহাসড়ক পুরোপুরি অবরোধ করে রাখেন। এতে সড়কের উভয়দিকে প্রায় ২০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিক, পথচারী আর শ্রমিকসহ অন্তত অর্ধশত ব্যক্তি আহত হয় বলে জানা গেছে। এই ঘটনায় পুলিশ ১০ জনকে আটক করেছে।