বাংলারজমিন
মালয়েশিয়া যাওয়ার পথে ২১৪ রোহিঙ্গাকে আটক
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১০ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবারসাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাত্রাকালে বঙ্গোপসাগরে ২১৪জন রোহিঙ্গাকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা দুর্জয়’ মঙ্গলবার (৮ই এপ্রিল) দুপুরে গভীর সমুদ্র থেকে ২১৪জন মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিকসহ ‘এফভি কুলসুমা’ নামক একটি মাছ ধরার নৌকা আটক করা হয়। এ সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা সকলেই মালয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশের উদ্দেশ্যে যাত্রা করেছিল। আটককৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাছ ধরার নৌকা ও মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিকদের বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন এর নিকট হস্তান্তর করা হয়েছে। জানা যায়, সেন্টমার্টিন থেকে ৪৪ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থানরত একটি মাছ ধরার নৌকার সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা দুর্জয়’। তাৎক্ষণিকভাবে নৌবাহিনী জাহাজ মাছ ধরার নৌকা ‘এফভি কুলসুমা’র নিকট পৌঁছায় এবং এর গতিপথ রোধ করে। এ সময়ে নৌকাটিতে তল্লাশি চালিয়ে ২১৪জন যাত্রীকে আটক করা হয়। যাদের মধ্যে ১১৮জন পুরুষ, ৬৮ জন নারী এবং ২৮ জন শিশু রয়েছে। নৌকাটি মঙ্গলবার মধ্যরাত ২টার দিক কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন শাপলাপুর এলাকা থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করে। কোস্টগার্ড টেকনাফ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার সালাহউদ্দিন রশীদ তানভীর জানান, মঙ্গলবার সন্ধ্যায় উদ্ধার হওয়া রোহিঙ্গাদের নৌবাহিনীর সদস্যরা কোস্টগার্ডের সেন্টমার্টিন স্টেশনে হস্তান্তর করেছে। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। উদ্ধার রোহিঙ্গাদের পরবর্তীতে স্বজনদের কাছে হস্তান্তরের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।