বাংলারজমিন
আশুলিয়ায় সাব রেজিস্ট্রারের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন
স্টাফ রিপোর্টার, সাভার থেকে
১০ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবারসাভারের আশুলিয়ায় সাব-রেজিস্ট্রার অফিসে দুর্নীতি ও গ্রাহক হয়রানির প্রতিবাদে সাব-রেজিস্ট্রার অফিসের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে আশুলিয়ার সর্বস্তরের ছাত্র-জনতা। গতকাল দুপুরে আশুলিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করে তারা। এ সময় উপস্থিত ছাত্র-জনতা অভিযোগ করে বলেন, আশুলিয়ার সাব-রেজিস্ট্রার মোহাম্মদ খায়রুল বাশার ভূঁইয়া দলিল রেজিস্ট্রি করতে আসা গ্রাহকদের নানাভাবে হয়রানি করছেন। পরবর্তীতে তার অফিসের কর্মকর্তা ও দালালদের মাধ?্যমে ওইসব গ্রাহকের কাছ থেকে ঘুষ গ্রহণ করে কাজ করে আসছিলেন। এসব বিষয়ে ভুক্তভোগীরা ছাত্র-জনতার দ্বারস্থ হলে ঘুষ দুর্নীতির বিরুদ্ধে স্থানীয় ছাত্র-জনতা একত্রিত হয়ে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মোহাম্মদ খায়রুল বাশার ভূঁইয়ার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় তারা জানায়, ইতিমধ্যে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ঘুষ গ্রহণ এবং হয়রানির বিষয়ে জানানো হয়েছে। অবিলম্বে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে তদন্তপূর্বক ব?্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যথায় দুর্নীতিবাজ সাব-রেজিস্ট্রারকে আশুলিয়ায় কোনো কার্যক্রম চালাতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তারা। অন্যদিকে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি এবং ঘুষ গ্রহণের অভিযোগের সঙ্গে একাত্মতা পোষণ করে ছাত্র-জনতা কর্তৃক আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে ভুক্তভোগী স্থানীয় বাসিন্দা ও দলিল লেখকগণ।
ভুক্তভোগী দলিল লেখক মো. বাবুল রানা বলেন, সাব-রেজিস্ট্রার মোহাম্মদ খায়রুল বাশার ভূঁইয়া আশুলিয়ায় যোগদানের পর থেকেই দলিল সম্পাদনের ক্ষেত্রে বিভিন্নভাবে আমাদের অসহযোগিতা করছে। সরাসরি গ্রাহক নিয়ে দলিল করতে যাওয়ার পরও কাগজপত্রে নানা জটিলতার কথা বলে বিপুল পরিমাণ টাকা ঘুষ দাবি করেন। পরে তার অফিসের নিয়োগকৃত দালালদের মাধ্যমে টাকা নিয়ে কাজ করে আসছেন।
দলিল লেখক মোতালেব হোসেন বলেন, আশুলিয়া সাব-রেজিস্ট্রার মোহাম্মদ খায়রুল বাশার ভূঁইয়া অফিসের নকলনবিশ মহিবুল ইসলাম, মোমিনুল ইসলাম, হারুনুর রশিদ, হুমায়ুন কবির ও জুয়েল শরীফসহ কয়েকজনকে নিয়ে একটি দল গঠন করেছে। তাদের কাজ বালাম লেখা হলেও বর্তমানে তারা সাব-রেজিস্ট্রার মোহাম্মদ খায়রুল বাশার ভূঁইয়ার হয়ে গ্রাহকদের কাছ থেকে বিভিন্নভাবে ঘুষের টাকা কালেকশন করে আসছেন। আমরা ইতিমধ্যে এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছি। অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং দুর্নীতি দমন কমিশনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির ঢাকা জেলা উত্তরের প্রতিনিধি মো. তুহিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিটি ইউনিভার্সিটির আহ্বায়ক সৈয়দ ইমন ও সদস্য সচিব মো. শান্তসহ স্থানীয় ছাত্র-জনতা।