ঢাকা, ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ শাওয়াল ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

গাজীপুরে সাফারি পার্ক পরিদর্শনে পরিবেশ ও বন উপদেষ্টা

স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে
১০ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার
mzamin

গাজীপুর সাফারি পার্কে সাধারণ প্রাণী নিরাপদ কিন্তু দুর্লভ প্রাণী চলে যাওয়ার ঘটনায় প্রশ্ন রেখে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এখানে অনেক ধরনের পশুপাখি রয়েছে, যাদের কিছু সাধারণ, কিছু দুর্লভ। এখানে সাধারণ প্রাণীগুলো নিরাপদ কিন্তু দুর্লভ প্রাণী চলে যাচ্ছে, এটা একটা প্রশ্ন। দুর্লভ তারাই নেবেন, যারা বিষয়টি জানে এবং বোঝে। তার মানে এখানে একটি সংঘবদ্ধ অপরাধী চক্র রয়েছে কিনা, তা আমাদের খতিয়ে দেখতে হবে এবং তা ভেঙে দিতে হবে। বুধবার দুপুরে গাজীপুর সাফারি পার্ক পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন, পার্কের পুরোটাই সুরক্ষিত করতে হবে। এখানে সিসিটিভি রাখতে হবে। তবে বাংলাদেশের বাস্তবতায় দেখা গেছে, যেদিন অপরাধ ঘটে সেদিন সিসিটিভি ক্যামেরা কাজ করে না। এজন্য মনিটরিংটা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, বনবিভাগের লোকবল নিয়োগ অনুমোদন দেয়া হয়েছে। এক-দুই মাসের মধ্যে পুরো প্রক্রিয়া চূড়ান্ত হবে। পার্কের কর্মকর্তাদের অবশ্যই আলাদা করে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। আর প্রাণীগুলো দেখে যেন মানুষের মনে হয়, তারা ভালো আছে সেজন্য আমাদের নিজস্ব যে চিকিৎসা ব্যবস্থা আছে তার সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি সংযোগ ঘটিয়ে দিচ্ছি। ইতিমধ্যে বিশেষজ্ঞ দল পরিদর্শনে এসে কিছু সাজেশন দিয়ে গেছেন। উপদেষ্টা সাফারি পার্কের কোর সাফারি জোনসহ বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং বন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। পরিদর্শনকালে তার সঙ্গে গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফিন, পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status