ঢাকা, ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ শাওয়াল ১৪৪৬ হিঃ

খেলা

মোস্তাফিজের খেলা নিয়ে ধোঁয়াশা, মাঠে নামবেন না তাসকিনও

স্পোর্টস রিপোর্টার
১০ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার
mzamin

ঢাকা লীগের শুরু থেকেই খেলছেন না দেশের অন্যতম সেরা পেসার মোস্তাফিজুর রহমান। শেষ আসরে তিনি খেলেছিলেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে। এবারও সুপার লীগে মোস্তাফিজের খেলার কথা ছিল একই দলে। তবে শেষ পর্যন্ত তার খেলা নিয়ে শুরু হয়েছে ধোঁয়াশা। দলটির পক্ষ থেকে এখন আর জোর দিয়ে তার খেলা নিয়ে কিছু বলতে পারছেন না কর্মকর্তারা। অন্যদিকে ইনজুরিতে এরই মধ্যে জাতীয় দল থেকে ছিটকে গেছেন পেসার তাসকিন আহমেদ। দেশের বর্তমান সময়ে অন্যতম এই সেরা পেসার ঢাকা লীগে খেলছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে। তবে লীগ পর্বে শেষ তিন ম্যাচ ও সুপার লীগে তাকে আর মাঠে দেখা যাবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)  মেডিকেল বিভাগের পরামর্শে আছেন বিশ্রামে। মোস্তাফিজ খেলতে পারবেন কিনা তা নিয়ে প্রাইম ব্যাংকের প্রধান কোচ তালহা জুবায়ের দৈনিক মানবজমিনকে বলেন, ‘ফিজের আরো তিনটি সেশন বোলিং করার পর জানা যাবে তিনি খেলতে পারবেন কিনা? আমাদের সঙ্গে পরে আর কথা হয়নি, ফিট হলে খেলবেন নাকি খেলবেন না সেটিও জানায়নি। যে কারণে তার বিষয়ে আমরা কিছুই বলতে পারছি না। যদি ফিট হয় আমাদের এখানে খেলতে পারে আবার নাও পারে। সেটি সম্পূর্ণ মোস্তাফিজের সিদ্ধান্ত।’ 

চ্যাম্পিয়নস ট্রফিতে খেলে দেশে ফেরার পর মোস্তাফিজ আছেন বিশ্রামে। তার কাঁধের ইনজুরির কারণে দেয়া হয়েছে ইনজেকশনও। বর্তমানে রিহ্যাব শেষ করে বোলিং অনুশীলন শুরু করেছেন। পূর্ণ গতিতে বল করতে পারলেই তিনি ফিরবেন মাঠে এমনটাই জানা গেছে। তবে সেটি সুপার লীগের মধ্যেই হবে কিনা সেটি নিয়ে আছে সন্দেহ। যতটা জানা গেছে প্রাইম ব্যাংকও আর শেষ মুহূর্তে ফিজকে নিতে খুব একটা আগ্রহী নয়। তালহা বলেন, ‘ইনজুরিতে আছে, ফিট হয়ে মাঠে ফিরবে ততদিনে আমাদের খেলাও প্রায় শেষ হয়ে যাবে। শেষ মুহূর্তে খেলা হবে কিনা সেটি বলতে পারবো না।’ জানা গেছে ঢাকা লীগে ফিজের খেলতে না চাওয়ার অন্যতম কারণ ছিল রমজান মাসে বিশ্রাম ও ইনজুরি থেকে নিজেকে পুরোপুরি ফিট করা। যে কারণে লীগের দলবদলে তিনি কোনো টোকেনও সংগ্রহ করেননি। এছাড়াও বিসিবি’র চিকিৎসক দেবাশিষ চৌধুরী দৈনিক মানবজমিনকে জানিয়েছিলেন ফিজের যে ইনজুরি সেটি খুব গুরুতর নয়। তিনি ভালো বোধ করলে খেলতে পারেন। গতকাল বিসিবি’র মেডিকেল বিভাগের একটি সূত্র জানায়, ‘মোস্তাফিজের এখন বড় কোনো ইনজুরি সমস্যা নেই। তিনি বোলিং অনুশীলন করে দেখবেন কতটা ফিট আছেন। এরপরই মাঠে ফিরবেন।’ 

অন্যদিকে মঙ্গলবার দুপুরে বিসিবি জিম্বাবুয়ের বিপক্ষে  ঘোষণা করেছে প্রথম টেস্টের বাংলাদেশ দল। তবে দল ঘোষণার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে, চোটের কারণে দুই টেস্টের কোনোটিতেই খেলবেন না পেসার তাসকিন আহমেদ। তার চোট নিয়ে বিসিবি’র প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘বাঁ অ্যাকিলিস টেন্ডনে সমস্যার কারণে তাসকিন এখন পুনর্বাসনে আছেন। এই সিরিজে তাকে পাওয়া যাবে না।’ একটি সূত্রে অবশ্য জানা গেছে, চাইলে একটু ঝুঁকি নিয়ে তাসকিনকে খেলিয়ে দেওয়া যেত জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে। কিন্তু সামনে যেহেতু বাংলাদেশ দলের ব্যস্ত সময়, বিশেষ করে জিম্বাবুয়ে সিরিজের পরপরই পাকিস্তান সফর, নির্বাচকেরা চাননি তাকে পাঁচ দিনের ম্যাচ খেলানোর ঝুঁকিটা নিতে। বিশেষ করে  সাদা বলের ক্রিকেটে তাসকিনকে নিয়মিত পাওয়াটাকেই গুরুত্ব দিচ্ছে গাজী আশরাফ হোসেনের নির্বাচক কমিটি। জুনে শ্রীলঙ্কা সফরের দুই টেস্টের সিরিজ বাদ দিলে এফটিপি অনুযায়ী এ বছর বাংলাদেশ দলের আবার টেস্ট খেলার কথা নভেম্বরে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে। তার আগপর্যন্ত ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ আছে পাকিস্তান (দুটি), শ্রীলঙ্কা, ভারত ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। টেস্ট খেলার চাপে না ফেলার বিনিময়ে তাসকিনকে এসব সিরিজের জন্যই নিশ্চিত করে পেতে চাচ্ছেন নির্বাচকেরা।

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status