ঢাকা, ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ শাওয়াল ১৪৪৬ হিঃ

খেলা

জাতীয় স্টেডিয়াম পরিদর্শনে বাফুফে কর্তারা

স্পোর্টস রিপোর্টার
১০ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এএফসি বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচের স্থান এখনো নির্ধারিত হয়নি। তবে  জুনের ওই ম্যাচের জন্য বাফুফের প্রথম পছন্দ ঢাকা জাতীয় স্টেডিয়াম। প্রায় পাঁচ বছর ধরে স্টেডিয়ামের সংস্কার কাজ চললেও এখনও তা সম্পন্ন হয়নি। সরকার এবং বাফুফে উভয়পক্ষই অবশ্য আশাবাদী যে, আগামী জুনে এই স্টেডিয়ামে ম্যাচটি আয়োজন সম্ভব হবে। গতকাল স্টেডিয়াম পরিদর্শনে আসেন ফাহাদ করিম, কামরুল হাসান হিলটন, গোলাম গাউস এবং ইকবাল হোসেনসহ বাফুফের কয়েকজন শীর্ষ কর্মকর্তা। তবে নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর প্রায় ছয় মাস পার হলেও, গ্রাউন্ডস কমিটি গঠন করা হয়নি। এ বিষয়ে ফাহাদ করিম বলেন, ‘আমরা গ্রাউন্ডস কমিটি শিগগিরই গঠন করব।’ এছাড়া, মাঠের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন ফাহাদ করিম। তিনি বলেন, ‘আমাদের ক্রীড়া উপদেষ্টা আশ্বাস দিয়েছেন, হামজার অভিষেক এই মাঠেই হবে। শুরু থেকেই তিনি এই বিষয়ে আন্তরিক।’ বাফুফে সভাপতি তাবিথ আউয়ালও জুন ১০ তারিখের ম্যাচ এই মাঠে আয়োজনের জন্য দৃঢ় প্রতিজ্ঞ। তার নির্দেশনায়ই মাঠ পরিদর্শন করা হয়েছে। তিনি বলেন, ‘এনএসসির সঙ্গে সমন্বয় করে আমরা কাজের অগ্রগতি পরিদর্শন করেছি এবং মাঠের অবস্থা ভালো বলে মনে হয়েছে।’ বিশেষভাবে, জুনের ম্যাচে হামজা চৌধুরীর অভিষেক নিয়ে দেশের মানুষের বড় আগ্রহ রয়েছে। বাফুফে আশা করছে, হামজার মতো একজনের অভিষেক জাতীয় স্টেডিয়ামে হলে এটি একটি বড় ঘটনা হবে।

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status