ঢাকা, ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ শাওয়াল ১৪৪৬ হিঃ

খেলা

আবারো বিসিবিকে ক্রীড়া পরিষদের চিঠি

স্পোর্টস রিপোর্টার
১০ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার

২০০৮ সালে জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান নির্দেশিত আইনে খেলাধুলার বিপণন ও প্রচার স্বত্বের আয় হতে (ভ্যাট, আয়কর ব্যতীত) ১০ শতাংশ জাতীয় ক্রীড়া পরিষদের প্রাপ্য। এই দুই খাতে প্রাপ্য অর্থ চেয়ে গতকাল জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম বিসিবি সভাপতি ফারুক আহমেদকে চিঠি দিয়েছেন। 
২০০৭-২০২২ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড ২ কোটি ৪২ লাখ ৭৭ হাজার ৩৪৭ টাকা জাতীয় ক্রীড়া পরিষদকে প্রদান করেছে গেটমানি বাবদ। জাতীয় ক্রীড়া পরিষদ প্রাপ্ত এই অর্থকে প্রকৃত প্রাপ্যের তুলনায় অনেক কম। কাঙ্ক্ষিত মাত্রার চেয়ে গেট মানি কম পেলেও প্রচার স্বত্বের এখনো কিছুই পায়নি জাতীয় ক্রীড়া পরিষদ। ২০১৯-২২ অর্থ বছরে বিসিবি গেটমানি বাবদ জাতীয় ক্রীড়া পরিষদে ৫৩ লাখ ৪৫ হাজার ৯৭৭ টাকা প্রদান করেছে। তাই জাতীয় ক্রীড়া পরিষদ ২০২২-২৩ অর্থ বছর হতে জাতীয় ও আর্ন্তজাতিক খেলা আয়োজনের প্রাপ্ত গেট মানির ১৫ শতাংশ ও প্রচার স্বত্বের আয়ের ১০ শতাংশ টাকা প্রদানের অনুরোধ জানিয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের আয়ের অন্যতম উৎস বিসিবির এই দুই খাত। বিসিবি নিয়মিত এই খাতে অর্থ পরিশোধ না করায় জাতীয় ক্রীড়া পরিশোধ অডিট আপত্তির মুখে পড়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সমপ্রতি বাংলাদেশ প্রিমিয়ার লীগ ক্রিকেটে ১০ কোটি টাকার বেশি টিকিট বিক্রি করেছে। বিসিবি সভাপতি টিকিট বিক্রির অঙ্ক নিজেই প্রকাশ করেছেন। ফলে এই অঙ্কের ১৫ শতাংশ অর্থ জাতীয় ক্রীড়া পরিষদকে কোটি টাকার ওপর প্রাপ্য। গত দুই অর্থ বছরে আরো অনেক আন্তর্জাতিক, ঘরোয়া সিরিজ মিলিয়ে বেশ বড় অঙ্কের টাকা পাওয়ার কথা শুধু গেটমানি বাবদই। আর প্রচার স্বত্ত্ব অনেক বড় অঙ্কে বিক্রি করে বিসিবি। সেটির থেকেও দশ শতাংশ প্রাপ্য জাতীয় ক্রীড়া পরিষদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড টিকিট ও প্রচার স্বত্বের সঠিক হিসাব জাতীয় ক্রীড়া পরিষদকে কখনো দেয় না। আবার জাতীয় ক্রীড়া পরিষদ অভিভাবক সংস্থা হলেও সেই হিসাব আদায় করতে ব্যর্থ হয়েছে বিগত সময়ে। মিডিয়া রিপোর্ট অনুসারে, জাতীয় ক্রীড়া পরিষদ বিভিন্ন অঙ্ক দাবি করেছে এই দুই খাতে। বিসিবি স্থাপনা সংস্কার ব্যয়সহ আরও অনেক খাতের ব্যয় দেখিয়ে উল্টো জাতীয় ক্রীড়া পরিষদের টাকা চেয়ে চিঠি দেওয়ার ঘটনাও রয়েছে। যদিও ২০০৬ সালে জাতীয় ক্রীড়া পরিষদ বিসিবিকে পাঁচটা স্টেডিয়াম বরাদ্দের সময় সেই সকল স্টেডিয়ামের সংস্কার ব্যয় বিসিবিকেই বহন করতে হবে। গতকাল বিসিবি সভাপতির কাছে প্রেরিত চিঠিতে গেট মানি ও প্রচার স্বত্বের প্রকৃত হিসাবও চেয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status