খেলা
আর্সেনালকে রিয়াল কোচের হুঁশিয়ারি
লড়াই শেষ হয়ে যায়নি
স্পোর্টস ডেস্ক
১০ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবারউয়েফা চ্যাম্পিয়নস লীগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মঙ্গলবার রিয়াল মাদ্রিদকে ৩-০ গোলে হারিয়েছে আর্সেনাল। তবে হারের পর কামব্যাকের কথা বলেছেন রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি। ইতালিয়ান মাস্টারমাইন্ড মনে করেন, ঘরের মাঠে যেকোনো কিছুই করতে পারে রিয়াল।
আনচেলত্তি বলেন, ‘সাধারণত এই দল শেষের দিকে খেলার মান বাড়ায়। আজকের ম্যাচে আমরা হতাশ, খারাপ খেলেছি। আত্ম-সমালোচনা করতে হবে এবং আগামী সপ্তাহে ঘুরে দাঁড়াতে সর্বোচ্চ চেষ্টা করতে হবে।’ রিয়াল কোচ বলেন, ‘পুরো ম্যাচে আমরা একেবারে খারাপ খেলিনি।’ সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের অবিশ্বাস্য প্রত্যাবর্তনের রেকর্ড রয়েছে। অতীতেও তিন গোলের ব্যবধান ঘুচিয়ে দ্বিতীয় লেগে ম্যাচ জিতেছে লস ব্লাঙ্কসরা। সেটিও ইংলিশ ক্লাবের বিপক্ষে। যদিও সেটি ঘটেছিল প্রায় ৫০ বছর আগে ডার্বি কাউন্টির বিপক্ষে ইউরোপিয়ান কাপে।
আনচেলত্তি বলেন, ‘এই লড়াই শেষ হয়ে যায়নি। (সেমিতে যাওয়ার) সম্ভাবনা খুবই কম। কিন্তু আমাদের শতভাগ চেষ্টা করতে হবে। খারাপ একটি ম্যাচের পর প্রতিক্রিয়া দেখানোর জন্য এটি একটি সুযোগ।’ আনচেলত্তি বলেন, ‘আজকের ম্যাচটা যদি দেখেন, তাহলে মনে হবে কোনো সম্ভাবনাই নেই। কিন্তু ফুটবলে সবকিছুই সম্ভব। কেউ ভাবেনি রাইস দুটি সেট-পিস থেকে গোল করবে। ফুটবলে যেকোনো কিছু হতে পারে। আমাদের বিশ্বাস রাখতে হবে, আস্থা রাখতে হবে, কারণ বার্নাব্যুয়ে এমন অনেকবার ঘটেছে।’ ফিরতি লেগ আগামী ১৭ এপ্রিল। দুই লেগ মিলিয়ে যে দল জিতবে তারা সেমিতে অ্যাস্টন ভিলা অথবা প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) মুখোমুখি হবে।