ঢাকা, ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ শাওয়াল ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

শ্যামনগরে বৈষম্যবিরোধী ছাত্রদের নতুন কমিটি থেকে ৪৮ সদস্যের পদত্যাগ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

(১ সপ্তাহ আগে) ৯ এপ্রিল ২০২৫, বুধবার, ৪:৫৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৪ পূর্বাহ্ন

সাতক্ষীরার শ্যামনগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন আহবায়ক কমিটির ৭৬ সদস্যের মধ্যে ৪৮ জন সদস্য পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বুধবার দুপুর সাড়ে ১২টায় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ছাত্র নেতা মো. মাসুম বিল্লাহ। তিনি তার বক্তব্যে সীমাহীন স্বজনপ্রীতি, অগণতান্ত্রিক সিদ্ধান্ত এবং মাঠপর্যায়ের ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়নের অভিযোগ আনেন। তিনি আরো বলেন, ৭ই এপ্রিল ২০২৫ তারিখে সাতক্ষীরা জেলা কমিটির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শ্যামনগর উপজেলা কমিটির ৭৬ সদস্যের একটি তালিকা প্রকাশ করা হয়। অথচ এই কমিটি গঠনের আগে কোনো প্রকার মতামত নেওয়া হয়নি, এবং নতুন বাংলাদেশ গঠনের স্বপ্নে দীর্ঘদিন কাজ করে যাওয়া প্রকৃত ছাত্রনেতাদের বাদ দেয়া হয়েছে। একমাত্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে অনেক সুবিধাভোগীদের স্থান করে দিতে মাঠের কর্মীদের ছেঁটে ফেলা হয়েছে। যারা কোনোদিন আন্দোলন-সংগ্রামে ছিল না, তাদের ঠাঁই হয়েছে কমিটির গুরুত্বপূর্ণ পদে। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জি. এম মাসুম বিল্লাহ, বিল্লাল হোসেন, জাহিদ হাসান, আব্দুল্লাহ আল সিয়াম, মুনতাসির রহমান, রোকন প্রমুখ।

তারা জানান, তারা শুধুমাত্র পদত্যাগই করেননি, বরং সংগঠনের আদর্শ রক্ষায় ভবিষ্যতে নতুন করে সংগঠিত হবেন বলেও সংকল্প প্রকাশ করেছেন। উল্লেখ্য, লিখিত বক্তব্যের কপি থেকে জানা গেছে, কমিটির ৭৬ সদস্যের মধ্যে ইতোমধ্যে ৪৮ জন সদস্য লিখিতভাবে স্বাক্ষর দিয়ে পদত্যাগ করেছেন। তারা দাবি করেন, আমরা কোনো রাজনৈতিক দলের ছায়াতলে নয়, বৈষম্যহীন ও গণতান্ত্রিক সমাজ গঠনে বিশ্বাসী। সেই বিশ্বাসেই আমরা সংগঠনের এমন একচেটিয়া ও অগণতান্ত্রিক সিদ্ধান্তের প্রতিবাদে পদত্যাগ করছি।

পাঠকের মতামত

বৈবিছাআ

জনতার আদালত
৯ এপ্রিল ২০২৫, বুধবার, ১০:১১ অপরাহ্ন

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status