বাংলারজমিন
লক্ষ্মীপুরে প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতা নিহত
লক্ষ্মীপুর প্রতিনিধি
৯ এপ্রিল ২০২৫, বুধবারলক্ষ্মীপুরে প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতা নুরুল আমিন (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। নিহত নুরুল আমিন কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সদস্য ও কালা মিয়ার ছেলে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত সেলিম উদ্দিনকে আটক করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১০টার দিকে কমলনগর উপজেলার তোরাবগঞ্জের ২নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। রাতেই এ ঘটনার প্রতিবাদে তোরাবগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল করে বিএনপি-যুবদলের নেতাকর্মীরা। পুলিশ ও স্থানীয়রা জানায়, নুরুলের সঙ্গে প্রতিবেশী সেলিমের কিছু টাকা-পয়সার লেনদেন ছিল। এ নিয়ে প্রায়ই তাদের মধ্যে বাকবিতণ্ডা হতো। এর জেরে সোমবার রাতে তোরাবগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ডের নিজ বাড়ির সামনে চা দোকানের দিকে আসছিলেন নুরুল। এ সময় সেলিমের নেতৃত্বে ৮/১০ জন যুবক তার ওপর হামলা চালায়। এতে নুরুলসহ অন্তত ৬ জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা, পরে সদর হাসপাতালে নেয়ার পর নুরুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে নিহতের স্বজনদের দাবি- রাজনীতি করার কারণে সেলিমের নেতৃত্বে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে নুরুলকে হত্যা করেছে। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্বজনরা।
তোরাবগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোসলেহ উদ্দিন বলেন, নুরুল তোরাবগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সদস্য। সেলিমের সঙ্গে কিছু টাকা-পয়সার লেনদেনকে কেন্দ্র করে এ হামলা চালানো হয়। জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান তিনি। কমলনগর থানার ওসি মো. তৌহিদুল ইসলাম বলেন, প্রধান অভিযুক্ত সেলিমকে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।