ঢাকা, ১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

নবীনগরে অপহরণ করে ৩ কোটি টাকা দাবি, অবশেষে উদ্ধার

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

(১ সপ্তাহ আগে) ৮ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ৭:০৩ অপরাহ্ন

mzamin

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিজ বাড়ি থেকে সৌদি আরব প্রবাসী ব্যবসায়ী শহিদুল ইসলাম মালুর ছেলে রিফাত মিয়াকে (১৯) অপহরণ করে একদল সশস্ত্র দুর্বৃত্ত। নিজেদের ‘ডিজিএফআই’র সদস্য পরিচয় দিয়ে তারা রিফাতকে তুলে নিয়ে যায়। পরদিন পরিবারের কাছ থেকে তিন কোটি টাকা মুক্তিপণ দাবি করে তারা। সোমবার রাত ১২টার দিকে উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। অপহরণকৃত যুবককে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, ‘একটি হাইএস গাড়িতে করে আসা ১০-১২ জনের একটি দল প্রথমে প্রধান ফটকের তালা ভাঙার চেষ্টা করে। তালা না ভাঙায় একজন দেয়াল টপকে বাড়ির ভেতরে ঢুকে গেট খুলে দেয়। এরপর বাকিরাও প্রবেশ করে বাড়ির আঙিনায় ছড়িয়ে পড়ে।’ ঘটনার আঁচ পেয়ে শহিদুল ইসলাম নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাককে ফোন করে বিষয়টি জানিয়ে এলাকায় মাইকিং করার অনুরোধ করেন। তবে ওসি মাইকিং করতে নিষেধ করেন। এর কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও তারা দুর্বৃত্তদের কার্যক্রম প্রতিহত করতে ব্যর্থ হন। 
সোমবার রাত ৩টার দিকে শহিদুল ইসলামের ফোনে অপহরণকারীরা কল করে প্রথমে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মঙ্গলবার সকালে রিফাতের মায়ের ফোনে আবার কল দিয়ে মুক্তিপণের পরিমাণ বাড়িয়ে ৩ কোটি টাকা দাবি করা হয়। অপহরণকারীরা নিজেদের ‘ডিজিএফআই’র সদস্য পরিচয় দেয়। এ বিষয়ে শহিদুল ইসলাম বলেন, আমি পুলিশকে ফোন করে সাহায্য চেয়েছি ও মাইকিং করার কথা বলেছি। কিন্তু ওসি নিষেধ করেন। পুলিশ সামনে থেকেও কোনো বাধা দেয়নি। 
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় মো. কামাল মিয়া, আবুল কালাম আজাদ, কামাল খন্দকারসহ অজ্ঞাত ১৫ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার এহতেশামুল হক সাংবাদিকদের জানান, অপহরণকৃত যুবককে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তদন্ত চলছে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status