ঢাকা, ১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

নরসিংদীতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

নরসিংদী প্রতিনিধি

(১ সপ্তাহ আগে) ৮ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ৭:০০ অপরাহ্ন

mzamin

নরসিংদীতে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার নিমিত্তে সিআরভিএস বাস্তবায়ন সংক্রান্ত দিনব্যাপী এক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। সিআরভিএস ও ভাইটাল স্ট্র্যাটেজিক এর সহায়তায় নরসিংদী জেলা প্রশাসন এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। আজ দুপুরে নরসিংদী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও স্থানীয় সরকার বিভাগ উপ-পরিচালক মৌসুমি সরকার রাখির সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ বিভাগ সচিব, সম্বনয় ও সংস্কার জাহেদা পারভীন। এ সময় আরো বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ বিভাগ অতিরিক্ত সচিব, সমন্বয় ও সংস্কার মোহাম্মদ খালেদ হাসান, যুগ্ম সচিব ড. আশরাফুল আলম, যুগ্ম সচিব ফিরোজ আহমেদ, সাবেক সচিব ও ভাইটাল স্ট্র্যাটেজিকস এর বাংলাদেশ প্রতিনিধি নজরুল ইসলাম, নরসিংদী সিভিল সার্জন ডাঃ সৈয়দ মোঃ আমিরুল হক শামীম, নরসিংদী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোঃ শামসুজ্জামান, নরসিংদী অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি মো: নাজমুল হাসান, নরসিংদী অতিরিক্ত জেলা প্রশাসক অনজন দাস, নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার, রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদ রানা, শিবপুর উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইয়াছমিন, বেলাব উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম, মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার এম এ মহামিন আল জিহান, পলাশ উপজেলা নির্বাহী অফিসার মাশফিকা হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন  সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  এ এইচ এম আজিমুল হক, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিহাব সারার অভি, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাফিউর রহমান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান পাটোয়ারী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খালিদ হোসেন শিমুল, জেলা শিক্ষা কর্মকর্তা এ এস এম আব্দুল খালেক, নরসিংদী পৌরসভা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান প্রমুখ। 
এ ছাড়া এ প্রশিক্ষণ কর্মশালায় জেলার প্রশাসনিক কর্মকর্তা, সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার, ইউনিয়ন পরিষদের সচিব সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীগন অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালায় শতভাগ জন্ম ও মৃত্যু  নিবন্ধন নিশ্চিত করার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status