বিশ্বজমিন
যুক্তরাষ্ট্রের জরুরি খাদ্য কর্মসূচি বন্ধের ঘোষণায় মৃত্যু ঝুঁকিতে লাখ লাখ মানুষ
মানবজমিন ডেস্ক
(১ সপ্তাহ আগে) ৮ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ৫:৩৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৬ পূর্বাহ্ন

আফগানিস্তান, সিরিয়া ইয়েমেনসহ ১১টি দেশের জন্য বরাদ্দকৃত অবশিষ্ট মার্কিন সহায়তার অধিকাংশই বন্ধের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) তরফে এমন পদক্ষেপ লাখ লাখ মানুষকে ‘মৃত্যুদণ্ড’ দেয়ার সঙ্গে তুলনা করা হয়েছে। সোমালিয়া ও সিরিয়াসহ এক ডজনেরও বেশি দেশের জন্য ওই সহায়তা বরাদ্দ ছিলো। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। উল্লেখ্য, মোট ১৩০ কোটি ডলারের সাহায্য বন্ধ করে দেয়া হয়েছে। এর মধ্যে আফগানিস্তানের জন্য বরাদ্দ ছিলো ৫৬২ মিলিয়ন ডলার, ইয়েমেনের জন্য ১০৭ মিলিয়ন ডলার ও সোমালিয়ার জন্য ১৭০ মিলিয়ন ডলার। ডব্লিউএফপি’র পক্ষ থেকে সতর্ক করে বলা হয়, তীব্র ক্ষুধা ও অনাহারের সম্মুখীন লাখ লাখ মানুষের জন্য সাহায্য বন্ধ করে দেয়ার মতো পদক্ষেপ মৃত্যুদণ্ড দেয়ার সমতুল্য হতে পারে।
এক্সের এক পোস্টে ডব্লিউএফপি’র প্রধান সিন্ডি ম্যাককেইন বলেন, তহবিল বন্ধের ফলে ওই সব দেশে ক্ষুধা আরও তীব্র হবে, অস্থিরতা বাড়বে এবং পৃথিবী তুলনামূলক কম নিরাপদ স্থানে পরিণত হবে। এ বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেয়নি হোয়াইট হাউস। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, জাতিসংঘ বাতিলকৃত তহবিলের বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি অচল করার অংশ হিসেবে নতুন এই সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্পের প্রশাসন। জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর শত শত কোটি ডলারের জীবন রক্ষাকারী কর্মসূচি বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। উল্লেখ্য, তালেবান নিয়ন্ত্রিত আফগান সরকার ও ইয়েমেনের জন্য বৃহৎ দাতা দেশ যুক্তরাষ্ট্র। রয়টার্সকে একটি সূত্র জানিয়েছে, আফগানিস্তানের জন্য ইউএসএআইডি’র অবশিষ্ট সকল সহায়তা বাতিল করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, ওই সহায়তা কর্মসূচির মধ্যে জাতিসংঘের একটি সংস্থার সহায়তাও অন্তর্ভুক্ত। যা নারী ও মেয়েদেরকে সাহায্য করে।