বিশ্বজমিন
৩ জুন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন
মানবজমিন ডেস্ক
(১ সপ্তাহ আগে) ৮ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ৪:০৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৬ পূর্বাহ্ন

প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়া। এ বছরের ৩ জুন হচ্ছে দেশটির প্রেসিডেন্ট নির্বাচন। সামরিক আইন জারি করে বিতর্কের জন্ম দেয়ায় দেশটির সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে তার পদ থেকে অপসাণ করা হয়েছে। তাকে অপসারণের প্রায় চার মাস পর নতুন করে প্রেসিডেন্ট নির্বাচনের ঘোষণা দিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এতে বলা হয়, ডিসেম্বর থেকে দক্ষিণ কোরিয়া কার্যকরভাবে নেতৃত্বহীন হয়ে পড়ে। সাবেক প্রেসিডেন্ট ইউন সামরিক শাসন জারি করে বেসামরিক শাসনকে ধ্বংস করার চেষ্টা করলে দেশটির সাংবিধানিক আদালত তাকে অভিশংসিত করে প্রেসিডেন্টের পদ থেকে সরিয়ে দেয়। গত সপ্তাহে একটি আদালত তার অভিশংসন বহাল রেখে, তাকে শীর্ষ পদ থেকে সরিয়ে দিয়ে নতুন নির্বাচন প্রক্রিয়ার ঘোষণা দিয়েছে, যা ৬০ দিনের মধ্যে অনুষ্ঠিত হতে হবে।
প্রধানমন্ত্রী হ্যান ডাক-সু মঙ্গলবার বলেছেন, সরকার জাতীয় নির্বাচন কমিশন ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সাথে আলোচনা করেছে। এতে নির্বাচন কার্যক্রম সুষ্ঠুভাবে নিশ্চিত করার ও রাজনৈতিক দলগুলোর প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় দেয়ার প্রয়োজনীয়তা বিবেচনা করা হয়েছে। তারা দক্ষিণ কোরিয়ার ২১তম প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ হিসেবে ৩ জুন নির্ধারণ করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, ভোটদানের সুবিধার্থে এই দিনটিকে একটি অস্থায়ী সরকারি ছুটি হিসেবে মনোনীত করা হবে।